পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনার প্রস্তুতি চলছে বালুরঘাট ডি সি আর সিতে।
1 min readআজকেরবার্তা, বালুরঘাট, ১১ জুলাই: নির্বাচনের পর এবার পালা ভোট গণনার। বালুরঘাট ব্লকের ডি সি আর সি কেন্দ্রে সকাল ৮ টা থেকে শুরু হবে ভোট গণনা।
কেন্দ্র বাহিনী ও পশ্চিমবঙ্গ পুলিশের সশস্ত্র বাহিনীর উপস্থিতিতে এদিন ঘিরে ফেলা হয় বালুরঘাট ডি সি আর সি চত্বর। প্রার্থী ও পোলিং এজেন্ট দের নিরাপত্তা চেকিং করে গণনা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়৷
বালুরঘাট ব্লকের প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমেতির ও জেলা পরিষদ আসনের বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের নির্বাচনের ফলাফল গণনা কেন্দ্র হিসাবে বেছে নেওয়া হয় বালুরঘাট কলেজকে। বালুরঘাট কলেজ প্রাঙ্গণে হবে ভোট গণনা। ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও পোলিং এজেন্টরা ডি সি আর সিতে আসা শুরু করেছে।
গালা সিল বন্ধ ব্যালট বাক্স এক এক করে খুলে ভোট গণনা করা হবে। প্রত্যকটি মানুষ ৩টি করে প্রার্থীকে ভোট দিয়েছে। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমেতির ও জেলা পরিষদ আসনের বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের নির্বাচনের ফলাফল গণনা শুরু হবে আর কিছুক্ষিনের মধ্যে।