নতুনভবে ট্যাঙ্ক প্রাঙ্গন নির্মান করে সাজিয়ে তোলার লক্ষ্যে এবার ব্রতী হয়েছে বালুরঘাট পৌরসভা।
1 min readআজকেরবার্তা, বালুরঘাট, ১০ এপ্রিল: বালুরঘাট শহরের সৌন্দর্যজন বৃদ্ধির লক্ষ্যে নিরন্তন কাজ করে চলেছে বালুরঘাট পৌরসভা কর্তৃপক্ষ। একসঙ্গে একাধিক কর্মসূচি গ্রহণের মধ্য দিয়ে বালুরঘাট শহরকে গ্রীন সিটি ক্লিন সিটি তে রূপান্তর করতে চলেছে বালুরঘাট পৌরসভা। বালুরঘাট শহরের ঢোকার মুখে ৫১২ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন এলাকায় রয়েছে একটি ঐতিহ্যবাহী ট্যাঙ্ক। কিন্তু দীর্ঘকাল রক্ষণাবেক্ষণের অভাব ও আশপাশে গজিয়ে ওঠা বিভিন্ন অস্থায়ী দোকান সহ নানান জিনিসের ভিড়ে প্রায় দেখা যাচ্ছে না এই ঐতিহ্যবাহী ট্রেনটিকে ট্যাংক টিকে। নতুনভবে ট্যাঙ্ক প্রাঙ্গন নির্মান করে সাজিয়ে তোলার লক্ষ্যে এবার ব্রতী হয়েছে বালুরঘাট পৌরসভা।
বালুরঘাট শহরে ঢোকার মুখে এই ট্যাঙ্কের নামেই জায়গার নামকরণ হয়েছে ট্যাঙ্ক মোড়। কিন্তু দূর পাল্লার সফর থেকে বালুরঘাট ফেরার পথে বাসে যাতায়াতের সময় সঠিকক ভবে নজরে আসে না এই ঐতিহ্যবায়ী ট্যাঙ্কটি। তাই এই ট্যাঙ্ক প্রাঙ্গণ সংস্কার করার উদ্যোগ গ্রহণ করে বালুরঘাট পৌরসভা কতৃপক্ষ। আপাতত যে উচ্চতায় ট্যাঙ্কটি রয়েছে সেখান থেকে ট্যাঙ্কটিকে আরো বেশ কিছুটা উচ্চতার একটি প্লাটফর্মে বসানো হবে। যাতে করে ৫১২ নম্বর জাতীয় সড়ক দিয়ে যাতায়াতকারী মানুষদের সহজেই নহজরে আসে এই ঐতিহ্যবাহী ট্যাঙ্কটি। তবে শুধুমাত্র ট্যাঙ্কটিকে আগের থেকে উচ্চত্তরো জায়গায় পুনঃস্থাপন করে বালুরঘাট শহরের প্রবেশদ্বারের সৌন্দর্যায়নের কাজে বিরাম টানছে না বালুরঘাট পৌরসভা কর্তৃপক্ষ। ২৫ মিটার উচ্চতার একটি স্তম্ভের উপর জাতীয় পতাকা উত্তোলন হতে চলেছে ট্যাঙ্কের ঠিক পেছনে। ও পরবর্তীতে আরো বিভিন্নভাবে শহরের সৌন্দর্য বৃদ্ধির জন্য একাধিক পরিকল্পনা গ্রহন করতে চলেছে বালুরঘাট পৌরসভা কতৃপক্ষ বলে জানান বালুরঘাট পুরসভার পৌরাধক্ষ অশোক মিত্র।
ভারতবর্ষের স্বাধীনতা ইতিহাসে সাক্ষী থাকা ট্যাঙ্কের সাথে থাকছে স্বাধীন ভারতের জাতীয় পতাকা। এই সুন্দর নিদারুণ দৃশ্য স্বাগত জানাতে চলেছে বালুরঘাট শহরে আগত সকল মানুষদের। বালুরঘাট পৌরসভার নতুন বোর্ড গঠনের পর থেকেই পৌরসভার কর্তৃপক্ষ উদ্যোগী হয়েছে বালুরঘাট শহরের সৌন্দর্যায়নের লক্ষে। শহরের প্রবেশ পথ থেকে সারা বালুরঘাট শহরের বিভিন্ন এলাকার সৌন্দর্য বৃদ্ধির বিষয়ে একাধিক পদক্ষেপ গ্রহণ করতে চলেছে বলে জানান বালুরঘাট পৌরসভার পৌরাধক্ষ অশোক মিত্র।