আদিবাসী মহিলাদের রাস্তায় দণ্ডী কাটানোর ঘটনায় এবারে পথে নামলো আদিবাসী যৌথ মঞ্চ।
1 min readআজকেরবার্তা, বালুরঘাট, ১১এপ্রিল: আদিবাসী মহিলাদের রাস্তায় দণ্ডী কাটানোর ঘটনায় এবারে পথে নামলো আদিবাসী যৌথ মঞ্চ। প্রাক্তন তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রীকে অবিলম্বে গ্রেফতার ও পৌরসভার পদ থেকে বরখাস্ত করার দাবীতে মঙ্গলবার বিকেলে বালুরঘাট শহরের মিছিল ও প্রতিবাদ সভা করে আদিবাসী যৌথ মঞ্চ।
আদিবাসী যৌথ মঞ্চের পক্ষ থেকে এদিন বিকেলে একটি সশস্ত্র প্রতিবাস মিছিল সারা বালুরঘাট শহর পরিক্রমা করে জেলা প্রশাসনিক ভবনের সামনে এসে বিক্ষোভ প্রদর্শনী করে। আদিবাসী যৌথ মঞ্চের দাবি বিগত শুক্রবার সন্ধ্যায় বালুরঘাট শহরের বুকে আদিবাসী মহিলাদের রাস্তায় যে অমানবিক অত্যাচার করা হয়েছে তার প্রতিবাদে এদিনের এই মিছিল। অবিলম্বে আদিবাসী মহিলাদের সাথে এরুপ কুরুচিপূর্ণ আচরণকারিকে গ্রেফতারের দাবীতে জানায় আদিবাসী যৌথ মঞ্চ।
প্রসঙ্গত, আদিবাসি সম্প্রদায়ের মহিলাদের তৃণমূল কংগ্রেসের তৎকালীন মহিলা সভানেত্রীর উদ্যোগে বালুরঘাট শহরের রাস্তায় দণ্ডী কাটানো হয়। বৃহস্পতিবার তপন ব্লকের গোফানগর এলাকার যে সমস্ত মানুষেরক বিজেপিতে যোগদান করেছিল তাদের মধ্য থেকে তিন জন মহিলাকে বালুরঘাট শহরের রাস্তায় দণ্ডী কাটিয়ে তৃণমূল কংগ্রেস পার্টি অফিসে নিয়ে গিয়ে তাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করানো হয়। ঘটনা কে কেন্দ্র করে সারা রাজ্য জুড়ে উঠেছে রাজনৈতিক তুফান।
রাজনৈতিক দলের পাশাপাশি এবারে পথে নেমেছে আদিবাসী যৌথ মঞ্চ। আদিবাসী মহিলাদের নিগ্রহের ঘটনাকে কেন্দ্র করে উত্তাল সারা আদিবাসী সমাজ। দক্ষিন দিনাজপুর জেলার বিভিন্ন আদিবাসী সংগঠন একত্রিত হয়ে যৌথ মঞ্চের ডাকে এদিনের এই বিক্ষোভ সমবেশ অনুষ্ঠিত করে। মঙ্গলবার বিকেলে বালুরঘাট শহরের হাই স্কুলের মাঠে একত্রিত হয়ে মিছিল করে সারা বালুরঘাট শহর পরিক্রমা করে জেলা প্রশাসনিক ভবনের সামনে এসে বিক্ষোভ প্রদর্শন করে আদিবাসী যৌথ মঞ্চ।
আদিবাসী মহিলাদের তৃণমূল কংগ্রেসের তৎকালীন মহিলা সভানেত্রী রাস্তায় দণ্ডী কাটায়। বিজেপি যোগদান করায় পাপের প্রায়শ্চিত্ত করাতে বালুরঘাট শহরের রাস্তায় তিন আদিবাসী মহিলাকে ভর সন্ধ্যায় দণ্ডী কাটিয়ে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ আদিবাসী যৌথ মঞ্চের। এই ঘটনার সাথে যুক্ত থাকা সকলে অবিলম্বে গ্রেফতারের দাবী জানায় তারা। আদিবাসী যৌথ মঞ্চের দাবি বিগত শুক্রবার সন্ধ্যায় তৃণমূল কংগ্রেসের তৎকালিন মহিলা সভানেত্রী আদিবাসী মহিলাদের উপর যে অমানবিক অত্যাচার করেছে তার জন্য তাকে অবিলম্বে গ্রেফতার করতে হবে ও সাথে বালুরঘাট পুরসভার উপ পৌরাধক্ষর পদ থেকে তাকে বহিষ্কার করতে হবে। তাদের দাবি মানা না হলে আগামী দিনে আদিবাসী মহিলাদের উপর অমানবিক অত্যাচার ঘটনার প্রতিবাদে আরো বৃহত্তর আন্দোলনে নামবে বলে জানান।