কয়লার বস্তার আড়ালে পাচার হচ্ছিল কোটি টাকার বার্মা টিক কাঠ। গোপন সূত্রের খবরে কাঠ সহ লরি আটক করে চালককে গ্রেপ্তার করল বনদপ্তর।
1 min readআজকেরবার্তা, শিলিগুড়ি, ১০ ডিসেম্বরঃ শনিবার ভোররাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে বেলাকোবা রেঞ্জার সঞ্জয় দত্তের নেতৃত্বে শিলিগুড়ি জলপাইগুড়ি ৩১ নং জাতীয় সড়কের দশদরগা এলাকা থেকে কাঠ ভর্তি দুটি ১৪ চাকার লরি আটক করা হয়।
জানা গেছে, আসাম থেকে গুড়গাঁও এর উদ্দেশ্যে যাচ্ছিলো গাড়ি দুটি। এই ঘটনায় সপোত নামে একজন গাড়ী চালককে গ্রেপ্তার করা হয়। আরেক গাড়ি চালক পালিয়ে যেতে সক্ষম হয় বলে।উদ্ধার হওয়া কাঠের মূল্য প্রায় এক কোটি টাকা। ধৃতকে আগামীকাল জলপাইগুড়ি আদালতে পাঠানো হবে।
কয়লার বস্তার আড়ালে পাচার হচ্ছিল কোটি টাকার বার্মা টিক কাঠ। গোপন সূত্রের খবরে কাঠ সহ লরি আটক করে চালককে গ্রেপ্তার করল বনদপ্তর।