Wed. Sep 27th, 2023

গোপন সূত্রের খবরে চোলাই মদ আটক করল আফগারি দপ্তর। ২০ লিটার মদ সহ আটক এক ব্যক্তি।

1 min read

আজকেরবার্তা, বংশীহারী, ১০ ডিসেম্বরঃ প্রশাসনের চোখে ধুলো দিয়ে রমরমিয়ে চলছিল ভ্রাম্যমান অবস্থায় অবৈধ মদ বিক্রি। গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ভ্রাম্যমান মদ বিক্রেতাকে আটক করলো আফগারি দপ্তর। আবগারি দপ্তর সূত্রে জানা গেছে আটক হওয়া ব্যক্তির নাম মিলন হাজরা(৩৫)। অভিযোগ দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর সহ বংশীহারী ব্লকের বিস্তীর্ণ এলাকায় বহুদিন ধরেই গোপনে ভ্রাম্যমান্য অবস্থায় চোরাই মদ বিক্রি করতে সে। বিশেষ সূত্রে খবর পেয়ে মদ নিয়ে পাথরঘাটা থেকে বংশীহারী আসার পথে বুনিয়াদপুর শহরে ৫১২ নম্বর জাতীয় সড়কে টোটোর সমেত ২০ লিটার চোলায় মদ উদ্ধার করে আফগারি দপ্তর। পাশাপাশি আটক করা হয় অভিযুক্ত ব্যক্তিকে। টোটোয় করে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে চোলায় মদ বিক্রির অভিনব কৌশল প্রকাশ সারা শহর জুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে। এই ধরনের অবৈধ কারবারিরা গ্রেফতার হলে সমাজে নেশার প্রভাব অনেকাংশই কমবে বলে মনে করছেন সাধারণ মানুষজন। শনিবার ধৃতকে গঙ্গারামপুর মহকুমা আদালতে তোলা হবে আবগারি দফতরের পক্ষ থেকে। বুনিয়াদপুর আবগারি দফতরের সদর্থক ভূমিকা গ্রহণকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সকল স্তরের শুভবুদ্ধি সম্পন্নরা।

You may have missed

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.