৫১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল জেলা বিজেপি।
1 min readআজকেরবার্তা, বালুরঘাট, ১০ অক্টোবরঃ উত্তেজনাপুর্ন মেমিনপুর যাওয়ার পথে বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার সহ আরো বেশ কয়েকজন নেতৃত্বকে গ্রেফতারের প্রতিবাদে বালুরঘাট -শহরের মংগলপুর মোরে ৫১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল জেলা বিজেপি।
জেলা বিজেপির সভাপতি স্বরুপ চৌধুরী অবরোধ সমাবেশে সামিল হয়ে জানান লক্ষী পুজোর দিন মেমিনপুরে একটা ঘটনা ঘটে, সকাল থেকেই সেখানে উত্তেজনা ছিল, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যাওয়ার জন্য রাজ্য বিজেপির সভাপতি সহ অনান্য নেতৃবৃন্দ রাস্তায় বেড়লে তাদের পুলিশ জোর করে গ্রেফতার করে পুলিশ ভ্যানে তুলে নিয়ে যায়। আমরা এই ঘটনার নিন্দা করে ও অবিলম্বে রাজ্য সভাপতি সহ অনান্য দের ছেড়ে দেওয়ার দাবিতে আজ এই পথ অবরোধ চালাচ্ছি বলে জানান, যতক্ষন না তাদের ছেড়ে দেওয়া হচ্ছে ততক্ষন এই অবরোধ চলবে বলে তিনি জানান
যদিও খবর পেয়ে ততক্ষনে অবরোধ সরিয়ে দিতে বালুরঘাট থানা থেকে পুলিশ চলে এলেও অবরোধকারিদের সরানো যায় নি। এখনও অবরোধ চলছে।
এদিকে রাস্তা অবরোধের ফলে দুদিকেই যানবাহন আটকে থাকায় যাত্রীদের হয়রানীর মধ্যে পড়তে হয়।