পুজোর পরেই শহর জুড়ে জঞ্জাল সাফাই অভিযানে কোমর বেধেছে বিজেপি নেতৃত্ব।
1 min readআজকেরবার্তা, বালুরঘাট, ১০ অক্টোবরঃ পুজোর পরেই শহর জুড়ে জঞ্জাল সাফাই অভিযানে কোমর বেধেছে বিজেপি নেতৃত্ব। রবিবার বালুরঘাট শহরের চার নম্বর ওয়ার্ডের শিবতলী পাড়া এলাকায় সাফাই অভিযানের পর সোমবার সপ্তাহের শুরুতেও স্বচ্ছতা অভিযানের মাঠে নামে বিজেপি নেতৃত্ব। এদিন শহরের ২৩ নম্বর ওয়ার্ডের রাস্তার ধারে জমিয়ে রাখা নোংরা আবর্জনা তুলে পরিষ্কার করা শুরু করেন তারা। সেই সময় এলাকায় উপস্থিত হয়ে পৌরসভার জঞ্জাল সাফাইয়ের গাড়ি। সেই গাড়িতেই সমস্ত নোংরা আবর্জনা তুলে দেন বিজেপি নেতৃত্বরা। বালুরঘাট টাউন বিজেপি নেতৃত্বদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় সঠিকভাবে জঞ্জাল অপসারণ করা হয় না। বাধ্য হয়ে তারা সাফাই অভিযানে নেমেছেন। তাদের অভিযান লাগাতার চলবে।
বালুরঘাট টাউন বিজেপি সভাপতি সমীর প্রসাদ দত্ত জানিয়েছেন, জঞ্জাল সাফাই করাই তাদের নামে মিথ্যা অভিযোগ দেওয়া হচ্ছে। তাতেও দমে থাকবে না বিজেপি। এদিন সকাল আটটা থেকে ২৩ নম্বর ওয়ার্ডের সাফাই কর্মসূচি নেওয়া হয়েছিল। কিন্তু সেই সময় পৌরসভার গাড়ি আছে। তারা সেই গাড়িতেই নোংরা আবর্জনা তুলে দিয়েছেন।