পূনর্মিলনে মাতল বালুরঘাট উচ্চ বিদ্যালয়ের ৮৭ সালের মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রবৃন্দ।
1 min read
আজকের বার্তা, বালুরঘাট, ১০ অক্টোবর ঃ- ৩৩ বছর পর পূনর্মিলনে মাতল বালুরঘাট উচ্চ বিদ্যালয়ের ৮৭ সালের মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রবৃন্দ। বৃহস্পতিবার শারদ শুভেচ্ছার পাশাপাশি ছাত্র শিক্ষকদের স্মৃতি চারনে মুখরিত হয়ে উঠে বিদ্যালয় প্রাঙ্গণ। ১৫ জন শিক্ষকদের মানপত্র ও স্মারক দিয়ে সম্বর্ধনা দেওয়া হয়। বিজয়ার পূনর্মিলন উৎসবে প্রতিটি শিক্ষকের বক্তব্য উঠে আসে ছোটবেলার সেই দিনগুলি। ৪৮ বছর বয়সী প্রাক্তন ছাত্রেরা স্মৃতি চারনে ফিরে যায় ৩৩ বছর আগের ছাত্র জীবনে। পড়াশোনার পাশাপাশি উঠে আসে ছাত্রজীবনের খেলাধুলা, এনসিসি ও ছোটবেলার দুষ্টুমির কথা।
মিলন উৎসব এর পাশাপাশি পরিবেশ রক্ষার্থে বিদ্যালয় প্রাঙ্গণে করা বৃক্ষরোপণ কর্মসূচি। বিদ্যালয়ের নানান স্থানে গাছ লাগিয়ে স্মৃতি রেখে যায় ৮৭ সালের মাধ্যমিকের ছাত্ররা। এরপর প্রাক্তন প্রধান শিক্ষক নিশীথ রঞ্জন আচার্যের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শেষ করা হয় অনুষ্ঠান।