Thu. Sep 21st, 2023

তপন ব্লকের আমজাদপুর গ্রাম পঞ্চায়েতের দাউদপুর বুথে পুনঃনির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত এলাকা।

1 min read

আজকেরবার্তা, তপন, ১০ জুলাই: পুনঃনির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত দক্ষিণ দিনাজপুর জেলা। দক্ষিণ দিনাজপুর জেলার একাধিক ব্লকের ১৮ টি বুথে অনুষ্ঠিত হচ্ছে পুনঃনির্বাচন। জেলার তপন ব্লকের আমজাদপুর গ্রাম পঞ্চায়েতের দাউদপুর বুথে পুনঃনির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত এলাকা।

গ্রাম বাসিদের অভিযোগ শাসক দলের আশ্রিত দূষ্কৃতিরা দাউদপুর এলাকায় গতকাল রাত থেকে ক্রমাগত অত্যাচার চালিয়ে আসছে। পুনঃনির্বাচনে গ্রামবাসীদের ভোট দিতে না দেওয়ার জন্য সন্ত্রাস ছড়াচ্ছে এলাকায়। বোমাবাজি থেকে গুলি সমস্ত কিছুই চলেছে দাউদপুর এলাকায় বলে অভিযোগ গ্রামবাসীদের।

ঘটনায় আতঙ্কিত গ্রামবাসীরা সকাল থেকে ভোট দিতে যায়নি বলে জানান তারা। নির্বাচন কেন্দ্রে ভোট দিতে গেলে তাদের প্রাণে মেরে ফেলার হুমকি দেয় শাসক দল আশ্রিত দুষ্কৃতীরা বলে অভিযোগ গ্রামবাসীদের। দাউদপুর এলাকায় গতকাল রাত থেকে দশটি বোমা ও আট রাউন্ড গুলি চলেছে বলে অভিযোগ এলাকাবাসীদের।

দাউদপুর গ্রামের বৃদ্ধ থেকে মহিলা সকলেই আতঙ্কিত। পুনর্নির্বাচনকে কেন্দ্র করে সন্ত্রাস ছড়াচ্ছে শাসক দল আশ্রিত দূষ্কৃতিরা বলে অভিযোগ তাদের। এলাকার বিজেপি সমর্থকদের ওপর হামলা চালায় দুষ্কৃতীরা বলে অভিযোগ। দাউদপুর এলাকার বিজেপির নির্বাচনী প্রচারের ফ্লাক্স ফেস্টুন ছিড়ে দেওয়ার অভিযোগ ওঠে দূষ্কৃতিদের বিরুদ্ধে।

আগ্নেয়াস্ত্র সমেত একদল বাইক বাহিনী সারারাত সন্ত্রাস ছড়ায় দাউদপুর এলাকাগুলোতে অভিযোগ গ্রামবাসীদের। ঘটনায় পুলিশের কাছে অভিযোগ জানলে সেখান থেকে কোন সুরাহা পায়নি গ্রামবাসীরা বলে জানান তারা। ঘটনায় পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে গ্রামবাসীরা। সন্ত্রাস ছড়াতে আসা একজনকে আটক করে এলাকাবাসীরা। নির্বাচনকে কেন্দ্র করে সন্ত্রাস করার অভিযোগে আটক দুষ্কৃতিকে গণপ্রহার দেয় স্থানীয় বাসিন্দারা বলে জানা যায়। এরপর ঘটনাস্থলে পুলিশ পৌঁছে অভিযুক্তকে উদ্ধার করে নিয়ে যায়। এবং সাথে দাউদপুর এলাকার বিজেপি বুথ সভাপতি কে ও গ্রেপ্তার করে পুলিশ বলে অভিযোগ করে স্থানীয় বাসিন্দারা।

প্রসঙ্গত, দক্ষিন দিনাজপুর জেলার তপন ব্লকের আমজাদপুর গ্রাম পঞ্চায়েতের ৯৯ নং দাউদপুর বুথে নির্বাচনের দিন ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ ওঠে শাসক দলের বিরুদ্ধে। ঘটনায় উত্তপ্ত জনতা জল ঢেলে দেয় ব্যালট বাক্সে। অতঃপর সমস্ত ব্যালট নষ্ট হয়ে যাওয়ায় পুনঃনির্বাচন অনুষ্ঠিত হয় দাউদপূর বুথে। গ্রামবাসীদের অভিযোগ, বিগত দিনের ভোটে এই বুথে কেন্দ্র বাহিনী না থাকায় সন্ত্রাস ছড়াতে ও ছাপ্পা ভোট দিতে সফল হয় শাসক দলের দুষ্কৃতীরা। পুনঃনির্বাচনের খবর এলাকায় ছড়িয়ে পড়তেই আবারও সন্ত্রাসের সৃষ্টি হয় দাউদপুর এলাকায় বলে অভিযোগ গ্রামবাসীদের।
দাউদপুর এলাকার সন্ত্রাস চালানোর ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদার ঘটনাস্থলে পৌঁছাতেই তাকে দেখে কান্নায় ভেঙে পড়ে স্থানীয় মহিলারা। নির্বাচনকে কেন্দ্র করে শাসক আশ্রিত দুষ্কৃতীদের ঘটানো গতকাল রাতের সন্ত্রাসের অভিযোগ জানায় বিজেপির রাজ্য সভাপতিকে। এলাকার আতঙ্কিত বাসিন্দাদের সান্তনা দেন বিজেপির রাজ্য সভাপতি ও গ্রামের মানুষদের সাথে করে নিয়ে ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

গ্রামবাসীদের অভিযোগ মাফিক এলাকা পরিদর্শন করেন সুকান্ত মজুমদার। সেখানে গিয়ে রাস্তার উপরে বোমার দাগ ঢাকতে মাটি ফেলা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। পাশাপাশি স্থানীয় বিজেপি কর্মীদের উপর মারধোর সহ অন্যান্য অত্যাচার হয়েছে বলে অভিযোগ করেন তিনি। দুষ্কৃতীদের চালানো সন্ত্রাসের জেরে দাউদপুর এলাকায় গুলির দাগ ও রক্ত পড়েছিল বলে অভিযোগ করেন।

সুকান্ত মজুমদার অভিযোগ করে জানান, তৃণমূলের দলদাস হিসেবে কাজ করছে পুলিশ প্রশাসন। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে সাধারণ মানুষের অভিযোগ শুনছেনা পুলিশ প্রশাসন বলে জানান তিনি। পরিবর্তে নির্দোষ বিজেপি কর্মীদের বিভিন্ন মিথ্যা মামলায় আটক করছে পুলিশ বলে দাবি করেন সুকান্ত মজুমদার।

দাউদপুরে পুনঃনির্বাচন সংক্রান্ত সন্ত্রাসের প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, গতকাল রাতে এলাকায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা গুলি চালায় ও বোমা বাজি করে। স্থানীয়রা এই ঘটনার অভিযোগ পুলিশ কে জানালে পুলিশ এ বিষয়ে কর্ণপাত করে না। তবে দুষ্কৃতদের মধ্যে একজনকে স্থানীয়রা আটক করে গনপ্রহার দিলে তাকে এলাকা থেকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। পাশাপাশি বিনা দোষে এই এলাকার বিজেপির বুথ সভাপতি কেও গ্রেপ্তার করে পুলিশ বলে অভিযোগ করেন সুকান্ত মজুমদার।

তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দেওয়া হুমকির ঘটনায় আতঙ্কিত এলাকাবাসীরা বলে জানান সুকান্ত মজুমদার। এলাকাবাসী আতঙ্কিত থাকায় তারা এদিন সকাল থেকে ভোট দিতে যাইনি। তিনি এসে এলাকার মানুষদের আশ্বস্ত করেন। ও সাথে করে ভোট কেন্দ্রে নিয়ে যান ভোটদান করাতে।

ভোট কেন্দ্রের সামনে গিয়ে পুলিশের সাথে বচসায় জড়িয়ে পড়েন সুকান্ত মজুমদার। ভোট কেন্দ্রে প্রবেশকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। হাতের বাগে পুলিশকে পেয়ে গতকাল রাতের ঘটনার বিরুদ্ধে পুলিশের নিষ্ক্রিয়তার ক্ষোভ উগড়ে দেয় স্থানীয় বাসিন্দারাও।

এরপর দাউদপুর সহ পাশ্ববর্তী অন্যান্য এলাকার পায়ে হেঁটে ঘুরে পুনর্নির্বাচনের মত দানের বিষয়ে ও নিরাপত্তার বিষয় নিয়ে এলাকার সাধারণ মানুষের সাথে কথা বলেন বিজেপি রাজ্য সভাপতি। এলাকায় সারারাত কেন্দ্র বাহিনী মোতায়ন করার আর্জি প্রশাসনের কাছে জানাবেন বলে জানান সুকান্ত মজুমদার। এলাকায় কেন্দ্র বাহিনী মোতায়েন না থাকলে শাসক দল আশ্রিত দুষ্কৃতীদের দ্বারা এই এলাকায় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে বলে অনুমান করছেন সুকান্ত মজুমদার।

You may have missed

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.