নির্বাচন কেন্দ্র প্রবেশ না করতে দাওয়ার জন্য, দেড় ঘন্টা পর সুকান্ত মজুমদার কে ঘিরে তৃণমূলের অবরোধ উঠলো কুশমন্ডির মহিপালে বলে অভিযোগ বিজেপি রাজ্য সভাপতির।
1 min readআজকেরবার্তা, কুশমন্ডি, ১০ জুলাই: আজ ফের অনান্য জেলার পাশাপাশি দক্ষিন দিনাজপুর জেলাতেও অনুষ্ঠিত হচ্ছে ১৮;টি কেন্দ্রে পুননির্বাচন। এরমধ্যে সব চেয়ে বেশি অশান্তির খবর যে সব ভোট কেন্দ্র থেকে পাওয়া গেছিল তার বেশির ভাগটাই ছিল গঙ্গারামপুর মহুকুমা কেন্দ্রিক। তাই এই ১৮ টি ভোট কেন্দ্রে পুননির্বাচনের মধ্যে গঙ্গারামপুর মহুকুমাতেই রয়েছে ৮ টি ভোট কেন্দ্র।এরপরেই রয়েছে কুশমন্ডি ব্লকের ভোট কেন্দ্র।সেখানে ৪ টি ভোট কেন্দ্রে পুননির্বাচন হতে চলেছে বলে জেলা প্রশাসনিক প্রকাশিত তালিকা থেকে জানা গেছে। এরপাশাপাশি হরিরামপুর ব্লকে ২ টি কেন্দ্রে ও তপনে ৩ টি এবং বালুরঘাটে ১ টি কেন্দ্রে পুননির্বান হয়।নির্বাচন কমিশনের নিয়ম অনুসারে বুথের ২০০ মিটারের মধ্যে প্রার্থী ব্যতীত কোনো রাজনৈতিক নেতৃত্ব প্রবেশ করতে পারবেন না। অথচ কুশমন্ডির মহিপালের রাজ্য সড়কের পাশেই রয়েছে একটি বুথ।
সেখান দিয়ে পুনর্নিবাচনের দিন সাংসদ সুকান্ত মজুমদার দলের ভোট কেমন হচ্ছে দেখতে কুশমন্ডির মহিপালে গেলে তার গাড়ি আটকে দেন যুব তৃনমুল এর প্রেসিডেন্ট অম্বরিশ সরকার ও তার দলবল বলে অভিযোগ। প্রায় দেড় ঘন্ট তাকে আটকে রাখা হয় বলে অভিযোগ করেন তিনি। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। সুকান্ত মজুমদার ও তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে চলে বচসা, সৃষ্টি হয় উত্তেজনা।
সাংসদ সুকান্ত মজুমদার জানান, তিনি মহিপালে ঢুকতেই তাকে আটকে দেয় টিএমসি। প্রায় দেড় ঘন্টা আটকে রেখে ছাড়া হয় বলে জানান। তিনি অভিযোগ করেন, অরাজনৈতিক মতে নির্বাচন প্রক্রিয়া চালাতে তৃণমূল এই ঘটনা ঘটায়।
যুব তৃনমুল নেতা অম্বরিশ সরকার জানান, তাকে আটকানো হয় নি। তিনি অনেক গাড়ি নিয়ে যাবার সময় উনাকে থামতে বলা হয়েচ্ছে।কারন ভোট চলছে প্রচুর ভীড়। সেই জন্য থামতে বলা হয়েছে।