Sun. Oct 1st, 2023

গঙ্গারামপুরে রাঘবপুরে পুনঃনির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত এলাকা।

1 min read

আজকেরবার্তা, গঙ্গারামপুর, ১০ জুলাই: গঙ্গারামপুরে রাঘবপুরে পুনঃনির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত এলাকা। ঘটনাস্থলে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার পৌঁছাতেই বিক্ষোভের মুখে পড়তে হয় তাকে বলে অভিযোগ। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে বুথ জাম করার চেষ্টার অভিযোগ তোলেন বিজেপি রাজ্য সভাপতি।

পুনর্নির্বাচনে দুষ্কৃতিদের সন্ত্রাস ছড়ানোর ঘটনাকে তৃনমুলের দাদাগিরি ও পুলিশি নিষ্ক্রিয়তার বলে কটাক্ষ করেন সুকান্ত মজুমদার। তৃণমূল কর্মীদের দ্বারা পথ আটকে তাকে ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শনীর বিরুদ্ধে রাস্তায় বসে বিক্ষোভ রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের।

পুনঃনির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত সারারাজ্য। পিছিয়ে নেই দক্ষিণ দিনাজপুর জেলাও। জেলার মোট আটটি ব্লকের ১৮ টি কেন্দ্র অনুষ্ঠিত হচ্ছে পুনঃনির্বাচন। বিগত দিনের নির্বাচনে সন্ত্রাস অভিযোগ ওঠে বিরুদ্ধে। পাশাপাশি শাসক দলের পক্ষ থেকেও অন্যান্য রাজনৈতিক দলের বিরুদ্ধে সন্ত্রাস ছড়ানোর অভিযোগ ওঠে নির্বাচন কে কেন্দ্র করে। ঘটনায়, একাধিক বিক্ষিপ্ত ঘটনা নজরে আসা দক্ষিণ দিনাজপুর জেলায়। পুনঃ নির্বাচনে অনুষ্ঠিত হয় দক্ষিণ দিনাজপুর জেলায়।

দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের ১৯৫ নং রাঘবপুর বথে পুনঃনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তৃণমূল আশ্রিত দূষ্কৃতিদের বিরুদ্ধে এলাকায় সন্ত্রাস ছাড়ানোর অভিযোগ তোলে স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের ভোট দিতে না দেওয়ার জন্য এলাকায় বোমাবাজির অভিযোগ উঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনার আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা বলে জানান তারা।

রাঘবপুরে পুনঃ নির্বাচনকে কেন্দ্র করে সন্ত্রাস সারানোর ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। রাঘবপুর এলাকায় সুকান্ত মজুমদার পৌঁছাতেই তাকে ঘিরে শাসক দলের কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করে। সুকান্ত মজুমদারের উদ্দেশ্যে উঠে গোব্যাক স্লোগান। এই ঘটনার পাল্টা প্রতিবাদ জানিয়ে রাস্তায় বসে পড়েন সুকান্ত মজুমদার।

সুকান্ত মজুমদারের অভিযোগ, সকাল থেকেই তাদের কাছে খবর আসছিল তৃনমুল কংগ্রেস রাস্তা আটকে কোন ভোটারকেই বুথে আসতে দিচ্ছে না। তারা দুর থেকে বিষয়টি দেখতে পেয়ে ঘটনাস্থলে আসতেই তাদেরকে ঘিরে ধরে হেনস্থ্যা করা হয়। যারা এসব করছে তারা বেশিরভাগ বহিরাগত বলে অভিযোগ । পুলিশ কোন পদক্ষেপ নিচ্ছে না বলে দাবি সুকান্ত মজুমদারের। উল্টে পুলিশ বিজেপি কর্মীদের গ্রেফতার করছে মিথ্যে মামলা দিয়ে বলে দাবি করেন সুকান্ত মজুমদার। এই ঘটনার প্রতিবাদে তারা এই পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে বাধ্য হয়েছে বলে জানান। সুকান্ত জানিয়েছেন পুরো ব্যাপারটি নির্বাচন কমিশনকে জানিয়েছেন। তারা কোন ব্যবস্থ্যা নিলে এই গুলি বোমা কান্ডের জন্য তারা এন আই এ তদন্তের দাবি জানাবো, বলে জানান।

You may have missed

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.