Wed. Sep 27th, 2023

পঞ্চায়েত সমিতির ও গ্রাম পঞ্চায়েত আসনের জন্য ১২ জন প্রার্থীর মনোনয়ন জমা দিলো বিজেপি।

1 min read

আজকেরবার্তা, বালুরঘাট, ১০ জুন: পঞ্চায়েত সমিতির ও গ্রাম পঞ্চায়েত আসনের জন্য ১২ জন প্রার্থীর মনোনয়ন জমা দিলো বিজেপি। শনিবার সকালে বিজেপির পক্ষ বালুরঘাট বিডিও অফিসে পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমা দেয় বিজেপি।

পঞ্চায়েত নির্বাচনের নির্ঘন্ট বেজে উঠে সারা রাজ্য জুড়ে। পিছিয়ে নেই দক্ষিন দিনাজপুর জেলাও। গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির বিভিন্ন আসনে নিজেদের দলের প্রার্থীদের মনোনয়ন জমা দিতে উদ্যোগী হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলগুলি।

মনোনয়ন জমা দেওয়ার দ্বিতীয় দিনে বালুরঘাট বিডিও অফিসে এসে মনোনয়ন জমা দেয় বিজেপি প্রার্থীরা। সকাল ১১ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া অনুষ্ঠিত হবে প্রত্যেহ। সেই মোতাবেক শনিবার বেলা ১২টা নাগাদ বিজেপির পক্ষ থেকে ১২ জন প্রার্থী গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি স্তরের নির্বাচনের মনোনয়ন জমা দেয় বালুরঘাট বিডিও অফিসে।

সরকারি কর্মীর স্বল্পতা থাকায় মনোনয়ন পত্র জমা দিতে সময় বেশি লাগছে বলে অভিযোগ করে বিজেপি। তবে মনোনয়ন জমা দিতে কোন রকম সমস্যার সম্মুখীন হতে হয়নি। শান্তিপূর্ণ ভবে মনোনয়ন জমা দেওয়ার কাজ চলছে বলে জানান তারা।

নমিনেশন জমাদিতে গিয়ে টেবিল গুলিতে পর্যাপ্ত ভোট কর্মী না থাকায় সমস্যার মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ প্রার্থীদের। শনিবার বালুরঘাট বি ডিও অফিসের প্রার্থী পদে নমিনেশন জমা দিতে আসা বিজেপির তরফে এই অভিযোগ করা হয়। যদিও এছাড়া মনোনয়ন পত্র জমা দিতে এসে আর কোন সমস্যার সম্মুখীন তাদের হতে হচ্ছে না বলে তারা জানিয়েছেন।

প্রসঙ্গত, রাজ্য নির্বাচন কমিশন আগামী ৮ জুলাই সারা রাজ্য ব্যাপী এক দফায় পঞ্চায়েত ভোট ঘোষণা করেন। কিন্তু প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিল করার সময় খুব কম দিন ধার্য করে রাজ্য সরকার। তড়িঘড়ি ভোট ঘোষনা হওয়ায় সব বিডিও অফিস তাদের সংক্রান্ত কাজ ও কর্মী সংখ্যা গুছিয়ে উঠতে পারে নি। ফলে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে অফিস কর্মীদের থেকে প্রার্থী পদে মনোনয়ন জমা দিতে আসা বিভিন্ন দলের প্রার্থীদের।

যদিও বিডিও অফিসের এই অবব্যস্থ্যার কথা মানতে নারাজ বিডিও অফিসের কর্মীরা। অফিস সুত্রের দাবি শুরুর দিকে প্রথম প্রথম সব কাজের একটু ধীর গতিতেই হয়ে থাকে।আস্তে আস্তে সব ঠিক হয়ে যায়। এক্ষেত্রেও তাই হয়ে থাকবে। তবে মনোনয়ন জমার কাজ কোন ভবেই আটকে নেই সমস্ত মনোনয়ন সঠিক ভবে জমা পরছে।

এদিকে গতকাল মনোনয়ন জমা দেওয়ার ক্ষেত্রে যেমন বিজেপি ও বামেরা মনোনয়ন জমা দিয়েছে। কিন্তু এখনো পর্যন্ত দক্ষিন দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসকে দেখা যায়নি মনোনয়ন জমা দিতে। এদিন দুপুরে বালুরঘাট বিডিও অফিসে বিজেপি ও কংগ্রেস প্রার্থীদের মনোনয়ন পত্র জমা দিতে দেখা গেলেও এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেস কে পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার মাঠে নামতে দেখা যায়নি।

অথচ সবাই ভেবেছিল অভিষেকের নবজোয়ার যাত্রার পর জেলায় প্রার্থী তালিকা প্রস্তুত হয়ে গেছে। ভোট ঘোষনা হলেই তাদেরকেই প্রথম ঝাপিয়ে পড়তে দেখা যাবে মনোনয়ন জমা দিতে। যদিও জেলা তৃণমুল কথা কংগ্রেস সুত্রে জানা গেছে সোমবার থেকেই শুরু হয়ে যাবে তাদের মনোনয়ন জমা দেবার কাজ।

যদিও এ বিষয়ে অন্যান্য রাজনৈতিক দল গুলির অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তাদের বিপাকে ফেলতেই এই উদ্যোগ গ্রহণ করেছে।

 

 

You may have missed

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.