দক্ষিন দিনাজপুর জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের পক্ষ থেকে পালিত হল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 162 তম জন্ম দিবস।
1 min read আজকেরবার্তা, বালুরঘাট, ৯ মে: দক্ষিণ দিনাজপুরে দক্ষিণ দিনাজপুর জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে শ্রদ্ধা ও স্মরণের সাথে পালিত হল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 162 তম জন্ম দিবস।
এদিন সকালের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলাশাসক বিজিন কৃষ্ণা, অতিরিক্ত জেলাশাসক আবুল কালাম আজাদ ইসলাম, তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক রাজেশ কুমার মন্ডল সহ অন্যান্যরা।
নৃত্য গীত আবৃত্তি প্রভৃতির মধ্যে দিয়ে এদিন কবিগুরুর প্রতি শ্রদ্ধা জানানো হয়। কবিগুরুকে স্মরণ করতে এই উদ্যোগ গ্রহণ করে জেলা তথ্য সংস্কৃতি দফতর। কবিগুরুর মূর্তিতে মাল্যদান ও পূষ্পার্ঘ অর্পণ করে সকলে।