নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল কোলকাতাগামী যাত্রীবোঝাই বাস। দুর্ঘটনায় আহত ৩০ যাত্রী
1 min read
আজকেরবার্তা, মালদা, ১০মেঃ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল একটি যাত্রীবোঝাই বাস। দুর্ঘটনা জেরে আহত 30 জন যাত্রী। মঙ্গলবার ভোর রাতে ঘটনাটি ঘটেছে মালদা জেলার কালিয়াচকের সুলতানগঞ্জ জাতীয় সড়কে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ি থেকে কলকাতা যাচ্ছিল এই বেসরকারি যাত্রীবাহী বাসটি। শিলিগুড়ি থেকে রাতে ছেড়ে কলকাতা যাবার পথে মালদা জেলার কালিয়াচকের সুলতানগঞ্জ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাসটি। অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারাই এই বেসরকারি বাসটি বলে প্রাথমিক অনুমান পুলিশের। মঙ্গলবার ভোররাতে রাজ্য সড়কের ওপর বাস উল্টে যাওয়ার ঘটনায় আশপাশের বাসিন্দারা ছুটে আসে। খবর দেওয়া হয় কালিয়াচক থানায়।
স্থানীয়দের তৎপরতায় তড়িঘড়ি আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। এদিনের এই বাস দুর্ঘটনার জেরে মোট 30 জন আহত হয়। আহতদের মধ্যে 24 জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও বাকি 6 গুরুতর আহত অবস্থায় বর্তমানে চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। এই 6 জন আহতের মধ্যে চারজনের নাম ঠিকানা জানা গেল এখনো পর্যন্ত দুজনের কোনো পরিচয় মেলেনি। কালিয়াচক থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় আহতদের উদ্ধার করে স্থানীয়দের সঙ্গে। প্রচন্ড গতির কারণেই বাসটি নিয়ন্ত্রণ হারায় বলে প্রাথমিক অনুমান পুলিশের। কালিয়াচক থানার পুলিশ দুর্ঘটনাগ্রস্থ বাসটিকে আটক করে। পাশাপাশি দুজন নাম-পরিচয় বিহিন আহতর পরিচয় জানতে ও বাস দূর্ঘটনার সঠিক কারণ উদ্ধারে তদন্ত শুরু করেছে পুলিশ।