তিন আদিবাসী মহিলাদের প্রকাশ্য রাস্তায় দণ্ডী কাটানোর ঘটনায় বালুরঘাটে এলেন রাজ্য মহিলা কমিশনের সদস্য সুজাতা, পাকরাশী লাহিড়ী
1 min readআজকেরবার্তা, বালুরঘাট, ১০ এপ্রিল: তিন আদিবাসী মহিলাদের প্রকাশ্য রাস্তায় দণ্ডী কাটানোর ঘটনায় বালুরঘাটে এলেন রাজ্য মহিলা কমিশনের সদস্য সুজাতা, পাকরাশী লাহিড়ী।
অন্যদিকে দন্ডি কাটা তিন আদিবাসী মহিলা এদিন বালুরঘাট জেলা আদালতের বিচারকের কাছে জবানবন্দি দেন। এরপরওই তিন মহিলাকে বালুরঘাট সার্কিট হাউসে পুলিশি নিরাপত্তায় নিয়ে আসা হয়। বালুরঘাটের জেলা আদালতের বিচারপতির কাছে শুক্রবার রাতের সমস্ত তথ্য তুলে ধরেন আদিবাসী তিন মহিলা। ঘটনাটি ঘটার আগে থেকে পরে পর্যন্ত তাদের সাথে কি কি হয়েছে এবং কে বা কাহারা এসে ঘটনার সঙ্গে জড়ি সমস্ত কিছুই জবানবন্দি দেন তারা।
সেখানে ঐ তিন মহিলার সাথে দেখা করার পাশাপাশি কথা বলবেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন সদস্য সুজাতা পাকরাশী লাহিড়ী।যদিও সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর ঐ মহিলারা দিতে চাননি।
দন্ডি কাটার ঘটনায় কি ব্যবস্থা নেয়া হবে এ প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়ে এদিন মহিলা কমিশনের সদস্য সুজাতা পাকরাশী লাহিড়ী জানান, ওই মহিলাদের সাথে কথা হয়েছে তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে। তাদের সাথে কথা হয়েছে। তবে কি কথা হয়েছে সে বিষয়ে তিনি বলেন বিষয়টি রাজ্য মহিলা কমিশনের চেয়ারম্যান কে জানানো হবে।