দ্রুত রাস্তা মেরামতের ও গ্রামের খাড়ির উপর স্থায়ী সেতু নির্মানের দাবিতে সোমবার তপন বালুরঘাট রাজ্য সড়কে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় আরসাই গ্রামের বাসিন্দারা।
1 min readআজআকেরবার্তা, বালুরঘাট, ১০ এপ্রিল: ভোট আসে ভোট যায় কিন্তু সমস্যার সমাধান হয়না গ্রামবাসীদের। তপনের ভেরেন্ডা এলাকার আরসাই গ্রামের চলাচলের এক মাত্র রাস্তার বেহাল পরিস্থিতি। রাস্তার মেরামতের দাবিতে তপন বালুরঘাট রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। সোমবার সকাল ৯ টা থেকে তপন বালুরঘাট রাজ্য সড়কের ভেরেন্ডা এলাকায় পথ অবরোধ করে আরসাই গ্রামের বাসিন্দারা। পথঅবরোধের কারণে আটকে যায় যান চলাচল, সৃষ্টি হয় জঞ্জাটের।
স্থানীয় শুত্রে জানাযায়, ভেরেন্ডা থেকে আরসাই পর্যন্ত আড়াই কিলোমিটার রাস্তা দীর্ঘদিন থেকে বেহাল অবস্থান রয়েছে। ভলাচলের একমাত্র রাস্তার বেহাল পরিস্থিতি। খড়ার সময় তবুও একপ্রকার চলাচল করা গেলেও বর্ষায় চলাচলের অযোগ্য হয়ে যায় রাস্তাটি। হাজার খানেক মানুষের বসবাস রয়েছে আসরাই গ্রামে। প্রতিদিন স্কুল, কলেজ ও কাজের জন্য বহুমানুষকে যাতায়াত করতে হয় এই রাস্তা দিয়ে। গ্রামের কেউ অসুস্থ হলে এম্বুল্যান্স পর্যন্ত আসতে রাজি হয়না। রাস্তা মেরামত না হওয়া পর্যন্ত প্রতিনিয়ত হয়রানির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ গ্রামবাসীদের।
গ্রামবাসীদের আরো অভিযোগ, চলাচলের এক মাত্র রাস্তার বেহাল পরিস্থিতি। স্থানীয় স্তরের পঞ্চায়েত থেকে শুরু করে সকল নেতৃত্ব দের জানানোর পর ও সমস্যার সমাধান হয়নি আরসাই গ্রামের বাসিন্দাদের। চলাচলের একমাত্র রাস্তার বেহাল পরিস্থিতি। এলাকার একটি খাড়ির উপর কোন সেতুর ব্যবস্থা নেই। সেতু না থাকায় দীর্ঘ পথ ঘুরে যাতায়াত করতে হয় গ্রামবাসীদের৷ ভোটের আগে রাস্তা মেরামত ও খাড়ির উপর স্থায়ী সেতু নির্মানের প্রতিস্তুতি দিলেও কাজ হয়নি।
দীর্ঘদিন ধরে বেহাল রাস্তা মেরামত না হওয়া, চলাচলের এক মাত্র রাস্তার বেহাল পরিস্থিতি। দ্রুত রাস্তা মেরামতের ও গ্রামের খাড়ির উপর স্থায়ী সেতু নির্মানের দাবিতে সোমবার তপন বালুরঘাট রাজ্য সড়কে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় আরসাই গ্রামের বাসিন্দারা। পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বালুরঘাট থানার পুলিশ।