গঙ্গারামপুর মহকুমা আদালতে হাজিরা দিতে যান দিলিপ ঘোষ, সুকান্ত মজুমদার, মাফুজা খাতুন সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব।
1 min readআজকেরবার্তা, দক্ষিন দিনাজপুর, ১০ এপ্রিল: দক্ষিন দিনাজপুর জেলা সফরে বিজেপি নেতৃত্ব দিলিপ ঘোষ। সোমবার সকালে দক্ষিন দিনাজপুর জেলার বুনিয়াপুরে চায়ে পে চর্চা অনুষ্ঠিত হয়। এদিন সকালে বুনিয়াদপুরে বিজেপি দলিয় কর্মী সমর্থকেরা এক চায়ের আসোরের আয়োজন করে। যেখান থেকে আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়ে সাংগঠনিক চর্চা করেন বিজেপি রাজ্য নেতৃত্ব দিলিপ ঘোষ।
সোমবার সকালে বিজেপি রাজ্য সভাপতি ডাঃ সুকান্ত মজুমদার ও দিলিপ ঘোষ চায়ে পে চর্চার মাধ্যমে আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়ে কর্মী সমর্থকদের সাথে বৈঠক করেন। বিগত দিনের নির্বাচনের ফলাফলের পর এবার আবারো দক্ষিন দিনাজপুর জেলা নিয়ে আশাবাদী বিজেপি নেতৃত্ব।
সকালের চায়ে পে চরতচার পর গঙ্গারামপুর মহকুমা আদালতে হাজিরা দিতে যান দিলিপ ঘোষ, সুকান্ত মজুমদার, মাফুজা খাতুন সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতিতে বুনিয়াপুর মহকুমা আদালতে আসেন পুলিশের করা মামলার হাজিরা দিতে।
প্রসঙ্গত, বিগত ২০১৯ সালের লোকসভা নির্বাচনের পর বুনিয়াদপুরে বিজয় মিছিলে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার সহ ৮ জনের বিরুদ্ধে মামলা করে পুলিশ। সেই মামলার শুনানিতে এদিন বুনিয়াদপুরে অবস্থিত গঙ্গারামপুর মহকুমা আদালতে হাজিরা দিতে উপস্থিত হয় বিজেপি নেতৃত্ব।