Sun. Oct 1st, 2023

তপশিলি উপজাতি মহিলাদের উপর অমানবিক অত্যাচারকারীদের গ্রেফতারের দাবীতে দক্ষিন দিনাজপুর জেলা বিজেপির পক্ষ থেকে বালুরঘাট শহরের প্রশাসন ভবনের প্রতিবাদ সভা করা হয়।

1 min read

আজকেরবার্তা, বালুরঘাট, ১০ এপ্রিল: তপশিলি উপজাতি মহিলাদের উপর অমানবিক অত্যাচারকারীদের গ্রেফতারের দাবীতে দক্ষিন দিনাজপুর জেলা বিজেপির পক্ষ থেকে বালুরঘাট শহরের প্রশাসন ভবনের প্রতিবাদ সভা করা হয়।

এদিনের সভা থেকে শুক্রবার সন্ধ্যায় বালুরঘাট শহরে আদিবাসী মহিলাদের উপর ঘটে যাওয়া অমানবিক অত্যাচার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবি জানায় দক্ষিন দিনাজপুর জেলা বিজেপি। এদিন বালুরঘাট শহরের বিজেপি মোড় সংলগ্ন এলাকায় থাকা বিজেপি পার্টি অফিস থেকে মিছিল করে সারা বালুরঘাট শহর পরিক্রমা করে জেলা প্রশাসনিক ভবনের বিক্ষোভ প্রদর্শন করে বিজেপি। এদিনের এই বিক্ষোভ সমবেশের ও প্রতিবাদ সভার নেতৃত্ব করেন বিজেপি রাজ্য সভাপতি ডাঃ সুকান্ত মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি বিধায়ক বুধরাই টুডু, দক্ষিন দিনাজপুর জেলা বিজেপি সভাপতি স্বরুপ চৌধুরী, গঙ্গারামপুর বিধায়ক সত্যেন রায়, মাহফুজা খাতুন সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব।

প্রসঙ্গত, আদিবাসি সম্প্রদায়ের মহিলাদের তৃণমূল কংগ্রেসের তৎকালীন মহিলা সভানেত্রীর উদ্যোগে বৃহস্পতিবার তপন ব্লকের গোফানগর এলাকার যে সমস্ত মানুষেরক বিজেপিতে যোগদান করেছিল তাদের মধ্য থেকে তিন জন মহিলাকে বালুরঘাট শহরের রাস্তায় দণ্ডী কাটিয়ে তৃণমূল কংগ্রেস পার্টি অফিসে নিয়ে গিয়ে তাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করানো হয়। ঘটনা কে কেন্দ্র করে সারা রাজ্য জুড়ে উঠেছে রাজনৈতিক তুফান। লাগাতার বিজেপির পক্ষ থেকে একের পর এক প্রতিদিন আন্দোলন চলছে। বালুরঘাট থানার ও দক্ষিণ দিনাজপুর জেলা অক্ষাধীক্ষক এর কাছে লিখিত আকারে অভিযোগ দায়ের করেছে জেলা বিজেপি বলে জানানো হয় বিজেপির পক্ষ থেকে।

সোমবার তপন বিধানসভা কেন্দ্রের বিধায়ক বুধরাই টুডু এই প্রতিবাদ মঞ্চ থেকে তৎকালীন তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রীকে গ্রেপ্তারের দাবি জানান। পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন কে তৃণমূলের দাস বলে কটাক্ষ করেন বিজেপি বিধায়ক। তপন থানা থেকে শুরু করে দক্ষিণ দিনাজপুর জেলার আরক্ষাধীক্ষক সকলের কাছেই তিনি এই আদিবাসী মহিলাদের উপর হওয়া অত্যাচারের ঘটনার কথা অভিযোগ আকারে জানান এবং দোষী দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন। কিন্তু ঘটনার তিনদিন পার হয়ে গেলেও এখনো পর্যন্ত দোষীকে কোন শাস্তি দেয়নি প্রশাসন বলে কটাক্ষ করেন তিনি। বিজেপি বিধায়ক আরো দাবি করেন এর আগেও বহু লোক বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন। কিন্তু তাদের কোনরূপ শাস্তি দেওয়া হয়নি তৃণমূল কংগ্রেস। কিন্তু আদিবাসী মহিলাদের পুর এরূপ কুরুচি পূর্ণ আচারণ করে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী। বিজেপি বিধায়ক আরো বলেন খোদ বিপ্লব মিত্র যিনি এখন পশ্চিমবঙ্গ সরকারের একজন মন্ত্রী তিনি একসময় বিজেপিতে যোগদান করেছিলেন এবং পরবর্তীতে আবার অতৃণমূলে ফিরে গিয়েছেন। তার বেলায় যখন কোনরূপ শাস্তি হয়নি তখন কি শুধুই আদিবাসী বলেই এই মহিলাদের উপর রাস্তায় দণ্ডী কাটার অত্যাচার ও অপমাম করা হয়েছে? প্রশাসন অতিসত্বর দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আদিবাসী সম্প্রদায়ের মানুষ এই ঘটনার প্রতিবাদে বৃহত্তর আন্দোলনে নেমে পথে নামবে বলে হুঁশিয়ারি দেন বিজেপি বিধায়ক বুধরাই টুডু।

এ দিনের এই মঞ্চ থেকে বিজেপি দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি স্বরূপ চৌধুরী জানান, রাজ্য সরকারের আধিকারিকদের গাফিলতির কারণেই এখনো পর্যন্ত আদিবাসী মহিলাদের যারা সাড়া শহরের সামনে দণ্ডী কাটিয়ে অপমানিত করেছেন, তারা ঘটনা ঘটার তিনদিন হয়ে গেলেও কারাগারবাসী হননি। আদিবাসী মহিলাদের নিগৃহের ঘটনায় রাজ্য সরকারের বিরুদ্ধে তারা ক্ষোভ উভরে দেনদক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি সভাপতি।

এরপর রাজ্য বিজেপি সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার বক্তব্য রাখতে গিয়ে জানান আদিবাসী মহিলাদের রাস্তায় দণ্ডী কাটানোর ঘটনায় তিনি থানায় অভিযোগ দায়ের করেছেন। আদিবাসী মহিলাদের উপর অমানবিক অত্যাচারের ঘটনায় দোষীদের বিরুদ্ধে অভিযোগ দায়েরের গ্রেফতার হয়নি কেউ। ঘটনা ঘটার তিনদিন পার হয়ে গেলেও এখনো পর্যন্ত দোষীদের গ্রেপ্তার করেনি পুলিশ প্রশাসন। সুকান্ত মজুমদার দাবি করেন তপন থানা এবং বালুরঘাট থানায় যে অভিযোগ তিনি দয়া করেছেন সেখান থেকে পুলিশের রিপোর্ট অনুযায়ী আদিবাসী মহিলাদের উপরে কে বা কাহারা এই রাস্তায় দণ্ডী কাটানোর ঘটনা ঘটিয়েছে তা পুলিশ প্রশাসন জানেন না। সেই নিয়ে পুলিশ প্রশাসন এবং রাজ্য সরকারকে কটাক্ষ করেন বিজেপি রাজ্য সভাপতি। তৃণমূল কংগ্রেসের তৎকালীন দক্ষিণ দিনাজপুর জেলা সভানেত্রী যে ঘটনা সঙ্গে যুক্ত তা সমস্ত মাধ্যমে ছড়িয়ে পড়েছে রাজ্যজুড়ে। কিন্তু তারপরেও অজ্ঞাত হয়ে থাকায় ভানকরায় পুলিশকে এক হাত নেন বিজেপি রাজ্য সভাপতি। প্রতিবাদ সভা থেকে তিনি বলেন সংবাদ মাধ্যমের কাছে প্রাক্তন জেলা তৃণমূলের সভানেত্রী নিজেই জানান যে বিজেপিতে যোগদান করে তাদের মনে হয় তারা পাপ করেছেন তাই পাপের প্রায়শ্চিত্ত করতে এই আদিবাসী সম্প্রদায়ের মহিলারা বালুরঘাট শহরের রাস্তায় দণ্ডী কেটে এসে তৃণমূল কংগ্রেস পার্টি অফিসে এসে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। বিজেপি রাজ্য সভাপতি ডাঃ সুকান্ত মজুমদার আদিবাসী মহিলাদের রাস্তায় দণ্ডী কাটার ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা করেন। বিজেপি রাজ্য সভাপতি প্রতিবাদ মঞ্চ থেকে প্রতিবাদ করতে গিয়ে মুখ্যমন্ত্রীর উদ্দ্যেশ্যে গালিগালাজ করেন। তিনি আরো জানান অতি সত্বর দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি না হলে বিজেপির পক্ষ থেকে আরও বৃহত্তর আন্দোলনে না মার হুঁশিয়ারি দেন রাজ্য সভাপতি।

You may have missed

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.