হাইকোর্টের নির্দেশে বিভিন্ন বিদ্যালয়ের ডি গ্রুপের যে চাকরি বাতিলের তালিকা প্রকাশ।
1 min read
আজকেরবার্তা, বালুরঘাট, ১০ ফেব্রুয়ারি: হাইকোর্টের নির্দেশে বিভিন্ন বিদ্যালয়ের ডি গ্রুপের যে চাকরি বাতিল হয়েছে, তার ১৯১১টি নামের তালিকা প্রকাশ করল করেছে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন। তালিকায় দক্ষিণ দিনাজপুর জেলার চল্লিশটির বেশি নাম রয়েছে বলে জানা গিয়েছে। যদিও জেলা বিদ্যালয় পরিদর্শক মৃণ্ময় ঘোষ এ বিষয়ে জানান, আমাদের কাছে লিষ্ট আসেনি।
তালিকার ৪৭১ নম্বরে থাকা মুক্তা বর্মন দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট উচ্চ বালিকা বিদ্যালয়ের কর্মী ছিলেন। এদিন তিনি স্কুলে আসেন নি। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মহুয়া চৌধুরী বলেন, ঐ কর্মী ২০১৮ সালের ডিসেম্বর মাসে কাজে যোগ দেন। এর আগে তার বিষয়ে জেলা বিদ্যালয় পরিদর্শক জানতে চাইলে, বিস্তারিত তথ্য জানানো হয়েছে। তবে, চাকরি বাতিলের কোনো নির্দেশনামা এখনো পাইনি।
এদিকে, গ্রুপ ডি কর্মীদের চাকরি বাতিল হতেই, তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। বিজেপি জেলা সভাপতি স্বরূপ চৌধুরী জানান, হাইকোর্টের নির্দেশে এই জেলায় প্রায় চল্লিশ জন অযোগ্য ব্যক্তিদের চাকরি বাতিল হয়েছে বলে জেনেছি। দুর্নীতিবাজ তৃণমূলের আমলে যোগ্য প্রার্থীরা চাকরি থেকে বঞ্চিত ছিল। আমরা চাই প্রকৃত যোগ্যতা এই চাকরি পাক।
তৃণমূল জেলা কোঅর্ডিনেটর সুভাষ চাকী জানান, এটা মহামান্য হাইকোর্টের বিষয়। আইন, আইন মোতাবেক চলবে। তবে বিজেপির কটাকের উত্তরে তিনি বলেন, তিনি মনে করেন জেলার তৃণমূলের কেউ এই ঘটনায় জড়িত নন।