বালুরঘাটে শুরু হল সবলা মেলা।
1 min readআজকেরবার্তা, বালুরঘাট, ১০ জানুয়ারীঃ দক্ষিন দিনাজপুর জেলার বালুরঘাটে শুরু হল সবলা মেলা। মঙ্গলবার ফিতা কেটে প্রদীপ প্রজ্জোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভসূচনা করেন রাজ্য সরকারের ক্রেতা সুরক্ষা মন্ত্রী বিপ্লব মিত্র। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক বিজিন কৃষ্ণা, জেলা পরিষদের সহ-সভাধিপতি ললিতা টিজ্ঞা সহ প্রশাসনিক আধিকারিকগিন।
পশ্চিমবঙ্গ সরকারের স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি দপ্তরের উদ্যোগে এবং দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ১০ জানুয়ারি থেকে শুরু হলো সবালা মেলা ২০২২-২৩। বালুরঘাটের হাই স্কুল ময়দানে আগামী ১৬ জানুয়ারী পর্যন্ত এই মেলা চলবে।মেলায় স্বনির্ভর গোষ্টি সহ বিভিন্ন ধরনের ৪৭ টি স্টল বসেছে। এছাড়া মেলাতে প্রত্যাহ সন্ধায় থাকবে স্থানীয় ও বহিরাগত শিল্পিদের নিয়ে সাংস্কৃতি অনুষ্ঠান।
ক্রেতা সুরক্ষা মন্ত্রী বিপ্লব মিত্র বলেন, ২০১১ সালের পর থেকে মা মাটি মানুষের সরকার মমতা ব্যানার্জির প্রেরণায় রাজ্যের প্রতিটি জেলায় সবলা মেলা আয়োজন করা হচ্ছে। মূলত দেশে বেকার সমস্যা মেটাতে পুরুষদের পাশাপাশি মহিলাদের শিক্ষা এবং কর্ম সংস্থানের জন্যই এই মেলার মাধ্যমে মহিলাদের স্বনির্ভর করা হচ্ছে। এই মেলায় স্টল দিয়ে মহিলারা তাদের তৈরি নানান পণ্য বিক্রি করতে পারছেন।