Thu. Sep 28th, 2023

২১ এবং ২২ ডিসেম্বর, তা পাল্টে তৃণমূল যুব কংগ্রেসের নেত্রী সায়নী ঘোষের জনসভা হতে চলেছে ২৮ ডিসেম্বর।

1 min read

আজকেরবার্তা, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, ৯ডিসেম্বরঃ সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীর পাল্টা সভা সায়নী ঘোষের। আগামী পঞ্চায়েত নির্বাচনকে লক্ষ্য রেখেই এদিন দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে জেলা তৃণমূলের বৈঠক। বালুরঘাট পৌরসভার সুবর্ণর তট হলঘরে এদিনের বৈঠকে জেলা সভাপতি মৃণাল সরকার সহ জেলা পদাধিকারী সহ অন্যান্য পদাধিকারীরা উপস্থিত ছিলেন। তৃণমূল সুত্রে জানা গিয়েছে এই দিনের বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল আগামী পঞ্চায়েত নির্বাচন। পাশাপাশি আগামী ২৮ তারিখ বালুরঘাটে সভা করতে পারেন তৃণমূল রাজ্য যুব সভাপতি সায়নী ঘোষ। বালুরঘাট শহর অথবা বালুরঘাট ব্লকের কোন একটি জায়গায় সায়নী ঘোষের জনসভা হতে পারে বলে তৃণমূল সুত্রে খবর। যদিও এখনো জনসভার স্থল নির্বাচন করা হয়নি।

এদিকে আগামী ২৭ তারিখ বালুরঘাট শহর অথবা বালুরঘাট ব্লকের কোন একটি জায়গায় জনসভা করবেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সায়নী ঘোষের পূর্ব নির্ধারিত জেলা সফর ছিল ২১ এবং ২২ ডিসেম্বর, তা পাল্টে সায়নী ঘোষের জনসভা হতে চলেছে ২৮ ডিসেম্বর। স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, সুকান্ত – শুভেন্দুর পাল্টা সভা সায়নী ঘোষের কিনা!

যদিও দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি মৃণাল সরকার জানান, পাল্টা সভার প্রয়োজন নেই, সায়নী ঘোষের অন্য কর্মসূচি থাকায় বালুরঘাটে ২৮ ডিসেম্বর সায়নী ঘোষের জনসভা হবে। তিনি বলেন পঞ্চায়েত ভোট নিয়ে এদিনে বৈঠকে আলোচনা হয়েছে। জেলায় তৃণমূল কংগ্রেস শক্তিশালী, জেলায় তৃণমূল পঞ্চায়েত ভোটে ভালো ফল করবে। পাশাপাশি ২৮ তারিখ সায়নী ঘোষের সভা রয়েছে। এদিনের বৈঠকে পঞ্চায়েত ভোট নিয়ে আলোচনার পাশাপাশি সায়নী ঘোষের সভার স্থান নির্বাচন করা নিয়ে আলোচনা হচ্ছে।

You may have missed

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.