বালুরঘাট হাসপাতাল চত্বরে বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে মা ক্যান্টিনের উদ্বোধন করা হলো
1 min readআজকেরবার্তা, বালুরঘাট, ৯ ডিসেম্বরঃ
শুক্রবার একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে বালুরঘাট শহরে বালুরঘাট হাসপাতাল চত্বরে বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে মা ক্যান্টিনের উদ্বোধন করা হলো। মন্ত্রী বিপ্লব মিত্রের হাত ধরে এই উদ্বোধন ঘটে। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন জেলাশাসক বিজিন কৃষ্না, পুলিশ সুপার রাহুল দে, বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র,ভাইস চেয়ারম্যান প্রদীপ্তা চক্রবর্তী সহ অন্যান্যরা। এদিন উপস্থিত বিশিষ্টজনারা নিজেদের হাতে আগত আহারার্থীদের খাওয়ার পরিবেশন করেন। পৌরসভায় বেশ কয়েক হাজার রোগীর পরিজন রোগী দেখতে আসেন। যার মধ্যে অনেকেই দুস্থ পরিবারের লোক।
যে কারণে তাদের আহার করতে অনেকটাই সমস্যায় পড়তে হয়। মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প মা ক্যান্টিনের সূচনার ফলে মাত্র ৫ টাকায় তারা তাদের দুপুরের আহার গ্রহণ করতে পারবে। ফলে উপকৃত হবে বালুরঘাট হাসপাতালে রোগী দেখতে আসা রোগীর পরিজনেরা।