ভারত বাংলা সীমান্তে উদ্ধার গুলিবদ্ধ এক ব্যক্তির ক্ষত বিক্ষত মৃতদেহ। মৃত্যুর কারণ নিয়ে ধোয়াশার সৃষ্টি।
1 min read
আজকের বার্তা, মালদা, ৯ নভেম্বর ঃ- গুলিবদ্ধ এক ব্যক্তির ক্ষত বিক্ষত মৃতদেহ উদ্ধার ভারত বাংলা সীমান্তে। মালদার কালিয়াচকের গোলাপগঞ্জ খড়িবোনা এলাকায় শনিবার সকালে উদ্ধার হয় একব্যক্তির মৃতদেহ। পরিবারের প্রাথমিক অনুমান বি এস এফের গুলিতে নিহত হয়েছে ওই ব্যক্তির। মৃত ব্যক্তির নাম নজরুল ইসলাম। পেষায় কৃষক।
পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার ভোররাতে শৌচকর্ম করতে বাড়ি থেকে বের হয় ওই ব্যক্তি। তার পর বহুক্ষণ কেটে গেলেও কোন খবর না আসায় চিন্তিত হয় পরিবার। এরপর খবর আসে ভারত বাংলা সীমান্তে পরে আছে নজরুল ইসলামের মৃতদেহ। রক্তাত গুলিবিদ্ধ অবস্থায় মৃত দেহ সনাক্ত করে গ্রামবাসীরা। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় কালিয়াচকের খাড়িবোনা এলাকায়। মৃতদেহ দেখতে পাওয়ার পর খবর দেওয়ার কালিয়াচক থানায়। ঘটনার খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে তা ময়না তদন্তের জন্য পাঠায়।
পুলিশের প্রাথমিক অনুমান পাচারকারি সন্দেহে গুলি করে মারা হয়েছে ওই ব্যাক্তি কে। মাথায় গুলির ক্ষতর নিশান রয়েছে ওই ব্যাক্তির। মৃত ব্যাক্তির গায়ে মারধরের নিশান রয়েছে বলেও জানা গিয়েছে। হঠাৎ এক কৃষকের গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনার কারণ নিয়ে ধোয়াশার সৃষ্টি হয়েছে পুলিশ ও গ্রামবাসীদের মধ্যে।