শুক্রবার রাতে গাজোলে জাতীয় সড়কে বাইক ও আম্বুলেন্সের সংঘর্ষে মৃত দুই আহত এক
1 min read
আজকের বার্তা, মালদা, ৯ নভেম্বর; শুক্রবার রাতে ৮১ নং জাতীয় সরকে মোটর বাইকের সাথে আম্বুলেন্সের সংঘর্ষে ঘটনাস্থলে মৃত্যু হয় এক জনের। আহত আরও দুই জন বাইক আরোহী। পুলিশ মৃতদেহ উদ্ধার করে তা ময়না তদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। ঘটনার তদন্তে গাজোল থানার পুলিশ।
গাজোল থানার আলাল গ্রাম পঞ্চায়েতের সুরমনি এলাকা থেকে গোবিন্দপুর যাওয়ার পথে মাগুরা এলাকায় সংঘর্ষ হয় মোটর বাইকের সাথে আম্বুলেন্সের। সুরমনি এলাকা গোবিন্দপুরে জালশা শুনতে যাচ্ছিল তিন বন্ধু জামিরুল ইসলাম, জসিমুদ্দিন ও রবিউল ইসলাম । একটি মোটর বাইকে তিন জন যাওয়ার পথে রাস্তায় ৮১নং জাতীয় সড়কে মাগুরা চেকপোস্ট এলাকায় পেছন থেকে একটি এম্বুলেন্স ধাক্কা মারে মোটর বাইকটিকে। ঘটনাস্থলে মৃত্যু হয় জামিরুল ইসলামের। তড়িঘড়ি স্থানীয়রা ছুটে এসে উদ্ধার করে আহতদের। ঘটনার পর খবর দেওয়া হয় গাজোল থানার পুলিশ কে। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে তা ময়না তদন্তের জন্য পাঠায়। রাতেই আহতদের মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় চিকিৎসার জন্য। আহত দুইজনের মধ্যে রাতেই চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় জসিমুদ্দিনের। এখন মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আসঙ্কা জনক অবস্থায় মৃত্যুর সাথে লড়ছে রবিউল ইসলাম। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।