মালদা জেলার হরিশ্চন্দ্রপুরে সাড়ম্বরে পালিত হল বিশ্ব নবীর জন্ম দিবস
1 min read
আজকের বার্তা, বালুরঘাট, ৯ অক্টোবর ঃ- সারা দেশের পাশাপাশি মালদা জেলার হরিশ্চন্দ্রপুরেও রবিবার সাড়ম্বরে পালিত হল বিশ্ব নবীর জন্ম দিবস। এদিন হরিশ্চন্দ্রপুর এলাকার বিভিন্ন প্রান্ত থেকে মুসলিম সম্প্রদায়ের মানুষেরা বিশ্ব নবীর জন্ম দিবস উপলক্ষে জুলুস বের করেন। সেখান থেকে সকাল সাড়ে সাতটা নাগাদ ভুটভুটি, বাইক করে সকলে পথ পরিক্রমায় অংশগ্রহন করেন। প্রায় ১০ হাজার মানুষ বিশ্ব নবীর জীবনাদর্শ কেন্দ্রিক পথ পরিক্রমায় অংশ নেন। এই জুলুস এর মাঝে অপ্রীতিকর ঘটনা এড়াতে রাস্তার মোড়ে মোড়ে মোতায়েন করা হয় হরিশচন্দ্রপুর থানা থেকে বিশাল পুলিশ বাহিনী। বিশ্ব নবীর জন্ম দিবস উপলক্ষে ভবানীপুর ইক্করা জামে মসজিদ প্রাঙ্গণে জাশনে ঈদ মিলাদুন নবী পালন করা হয়। মিছিলটিকে স্বাগত জানাতে গ্রামগঞ্জের মুসলিম পাড়া গুলির উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এদিন কোথাও ফল, কোথাও পানীয় জল ও কোথাও পোলাও বিতরণ করা হয়।
ইসলামীক ইতিহাস থেকে জানা যায়,
আজকের দিনে ইসলাম ধর্মের প্রবর্তক বিশ্ব নবী হজরত মুহাম্মাদ (সাঃ) জন্ম গ্রহণ করেন,তাই দিনটিকে ইসলাম ধর্মের মানুষেরা দোওয়া ও ফাতেয়ার মাধ্যমে পালন করে থাকে।
জুলুস কমিটির সম্পাদক মৌলানা মহম্মদ নাজিমুদ্দিন রেজবী জানান,প্রতি বছরের ন্যায় এবারও নবী সাহেবের জন্ম দিবসে নানান কর্মসূচী পালন করা হয়।শান্তির বার্তা নিয়ে একটি মিছিল বের করা হয়। মিছিলে প্রায় ৩৬ টি গ্ৰামের ১০ হাজার হাজার মানুষ অংশ নেয়।