পূজার পরে বালুরঘাটে পরিষ্কার অভিযান শুরু করল বালুরঘাট টাউন বিজেপি।
1 min read
আজকের বার্তা, বালুরঘাট, ৯ অক্টোবর ঃ- দূর্গা পূজোর পরে অপরিচ্ছন্ন রয়ে গেছে বালুরঘাট পুরসভার রাস্তাগুলি। গ্রীন সিটি- ক্লিন সিটিও পড়ে রয়েছে অপরিচ্ছন্নভাবে। অভিযোগ পৌরসভা থেকে করা হচ্ছে না পরিস্কার। বিষয়টি নজরে আসতেই রবিবার সকালে বালুরঘাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড থেকে পরিষ্কার অভিযান শুরু করল বালুরঘাট টাউন বিজেপি। বালুরঘাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের শিবতলী পাড়া এলাকায় পরিষ্কার অভিযান শুরু করে বিজেপি।
এদিন সাফাই অভিযানে উপস্থিত ছিলেন বালুরঘাট টাউন বিজেপি সভাপতি সমীর প্রসাদ দত্ত সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা। অভিযোগ পৌরসভা পরিস্কার না করার জন্য বিজেপির তরফে পরিস্কার করা হচ্ছে।
বালুরঘাট টাউন বিজেপি সভাপতি সমীর প্রসাদ দত্ত জানান, বর্তমানে যেভাবে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে সেই কারনেই এই সাফাই করা হচ্ছে। যেভাবে রাস্তাগুলি নোংরা হয়ে আছে তার থেকে আরো ডেঙ্গু ছড়াতে পারে।
এ বিষয়ে ভাইস চেয়ারম্যান প্রদীপ্তা চক্রবর্তী জানান, পূজোর মধ্যেও স্যানিটাইজেশন টিম তাদের ডিউটি সময় মতোই কাজ করেছে। প্রতিনিয়ত তারা কাজ করেছেন, কাজে কোনো ফাক রাখেনি। এমনকি কার্নিভালের দিনও রাস্তা পরিস্কার করার জন্য ধোয়ানো হয়েছে। তাই এমন যদি কোনো কথা হয়ে থাকে তাহলে তা যুক্তিহীন।