দক্ষিন দিনাজপুর জেলার তপন ব্লকের কাদমা এলাকায় বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তোলে বিজেপি
1 min readআজকেরবার্তা, তপন, ৯ জুন: দক্ষিন দিনাজপুর জেলার তপন ব্লকের কাদমা এলাকায় বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তোলে বিজেপি। শনিবার রাতে শাসক দলের বিরুদ্ধে বিজেপি কর্মীকে মারধোরের অভিযোগ তোলে বিজেপি।
রবিবার সকালে দক্ষিন দিনাজপুর জেলার তপন ব্লকের নিচা কাদমা এলাকা পরিদর্শনে যান বিজেপি রাজ্য সভাপতি ডাঃ সুকান্ত মজুমদার। নিচা কাদমা এলাকায় মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সাধারণ মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি বলে অভিযোগ। ভোট কেন্দ্রের দরজা বন্ধ করে রাখা হয়েছিল বলে অভিযোগ। বিজেপির অভিযোগ শাসক দল আসরিত দুষ্কৃতীরা দরজা বন্ধ করে ভোট দিয়েছে ।
নিচা কাদমা এলাকার প্রধানের বিরুদ্ধে সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার অভিযোগ তলে বিজেপি। রবিবার সকালে এলাকায় বোম মারার অভিযোগ ওঠে। পাশাপাশি গুলি চালানো হয়েছে বলে অভিযোগ। গুলির খোল উদ্ধার হয়েছে এলাকা থেকে। এলাকার সাধারণ গ্রামবাসীরা গুলির খোল পুলিশের হাতে তুলে দিয়েছে বলে জানাগিয়েছে। গুলি চলার ঘটনা পুলিশের অস্বীকার করার জায়গা নেই বলে দাবি করেন বিজেপি রাজ্য সভাপতি।
শাসক দল আশ্রিত দুষ্কৃতীদের থেকে স্থানীয়দের সুরক্ষার জন্য নিচা কাদমা এলাকায় পুলিশ ক্যাম্প বসানোর আরজি জানাচ্ছে বিজেপি। বিজেপির অভিযোগ, এই এলাকার প্রধান সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে। প্রধানের বিরুদ্ধে তপশিলি জাতি ও তপসালি উপজাতি অধ্যুষিত এলাকায় মুসলিম সম্প্রদায়ের মানুষদের নিয়ে এসে সন্ত্রাস ছাড়ানোর অভিযোগ তুলে বিজেপি। এলাকার মানুষদের উপরে আক্রমণ চালাচ্ছে প্রাক্তন প্রধান চালাচ্ছে তার দল বলে অভিযোগ করে বিজেপি।
কেন্দ্র এস সি কমিশনের কাছে এই গ্রামের মানুষের সাথে যে সন্ত্রাস সৃষ্টি হচ্ছে তার সম্বন্ধে চিঠি করতে চলেছেন রাজ্য সভাপতি বলে জানান তিনি। পাশাপাশি পুলিশকে ডেকে জেরা করারও আর্জি জানাবেন বলে জানান তিনি।
নিচাকদমা এলাকায় গতকাল নির্বাচন হয়নি বলে অভিযোগ বিজেপির। ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগে গণস্বাক্ষর তুলে পুনঃনির্বাচনের দাবিতে বিডিও ও নির্বাচন কমিশনারের কাছে অভিযোগ সুকান্ত মজুমদার। কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে নির্বাচন সম্পূর্ণ করার দাবি জানায় বিজেপি।