Thu. Sep 21st, 2023

দক্ষিন দিনাজপুর জেলায় অনুষ্ঠিত হতে চলেছে পুনঃ নির্বাচন।

1 min read

আজকেরবার্তা, দক্ষিন দিনাজপুর, ১০ জুলাই: দক্ষিন দিনাজপুর জেলায় অনুষ্ঠিত হতে চলেছে পুনঃ নির্বাচন। দক্ষিন দিনাজপুর জেলায় মোট ১৮ টি বুথে পুনঃ নির্বাচন হতে চলেছে।

নিজের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলাতে অনুষ্ঠিত হতে চলেছে পুনঃনির্বাচন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে দক্ষিণ দিনাজপুর জেলার মোট ১৮ টি কেন্দ্রে পুনঃনির্বাচন হবে বলে চিহ্নিত করা হয়েছে ইতিমধ্যে। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট, তপন, হরিরামপুর, গঙ্গারামপুর ও কুশমন্ডি ব্লকের নির্বাচন হবে বলে খবর। গঙ্গারামপুর ব্লকে মোট আটটি কেন্দ্রে, কুশমন্ডি ব্লকে চারটি কেন্দ্রে, তপন ব্লকের তিনটি কেন্দ্র হরিরামপুর ব্লকের দুটি কেন্দ্রে ও বালুরঘাট ব্লকের একটি কেন্দ্র নির্বাচন হতে চলেছে ।

সোমবার সকাল ৭ টা থেকে নির্ধারিত নির্বাচিত কেন্দ্রগুলিতে নির্বাচন প্রক্রিয়া শুরু হবে বলে জানা গিয়েছে। পুনঃনির্বাচনেও ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে এই সমস্ত নির্বাচন কেন্দ্রগুলিতে। তবে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন ও নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনো সঠিক তথ্য প্রদান করা হয়নি বলে খবর।

প্রসঙ্গত, দক্ষিণ দিনাজপুর জেলায় পঞ্চায়েত নির্বাচন কে কেন্দ্র করে দেখা গিয়েছে বেশ কিছু ঝামেলা বলে অভিযোগ। কোথাও বেলেট বক্স উপরে ফেলা আবার কোথাও ব্যালেট বক্সে জল ঢেলে দেওয়ার অভিযোগ উঠেছে। আপনাকে কেন্দ্র করে উত্তাল দক্ষিণ দিনাজপুর জেলার রাজনৈতিক মহল। তবে শুধু দক্ষিণ দিনাজপুর জেলাতে নয় সারা রাজ্যে অনুষ্ঠিত হবে পুনঃনির্বাচন। রাজ্য মোট ৬৯৭ টি বুঝে পুনঃনির্বাচন অনুষ্ঠিত হবে বলে খবর।

৮ তারিখ সারা রাজ্যব্যাপী পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর একাধিক বিক্ষিপ্ত ঘটনার অভিযোগ উঠে রাজ্য জুড়ে। দক্ষিণ দিনাজপুর জেলাতেও একাধিক বিক্ষিপ্ত ঘটনার অভিযোগ ওঠে। শাসক দল থেকে বিরোধী সকলেই অভিযোগ জানায় বিভিন্ন বুথে বিক্ষিপ্ত ঘটনা ঘটার। নির্বাচন প্রক্রিয়া সঠিক হয়নি এই অভিযোগ তুলে সরব হয় বিজেপি। ঘটনায় বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার পুনঃনির্বাচনের দাবি জানান। বিজেপির পাশাপাশি শাসক দল থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন রাজনৈতিক দল থেকে পুনঃনির্বাচনের দাবী জানানো হয় বিভিন্ন কেন্দ্রগুলিতে।

তবে প্রাশাসন সুত্রে জানাযায়, দক্ষিণ দিনাজপুর জেলায় পুনঃনির্বাচনের ভোট কেন্দ্রের সংখ্যা ১৮ থাকবে না আরো বাড়বে বা কমবে তা সবটাই নির্ভর করছে রাজ্য নির্বাচন কমিশনের সিদ্ধান্তের উপর। নির্বাচন কেন্দ্র সংখ্যা সংক্রান্ত নির্বাচন কমিশনের সিদ্ধান্ত সম্বন্ধে সঠিক তথ্য এখনো পর্যন্ত বরাদ্দ হয়নি। অতঃপ্রায় পুনঃনির্বাচন কেন্দ্রের এই তালিকা পুরোপুরি সঠিক বলে ধরে নেওয়া যাচ্ছে না। তবে জেলায় বেশ কিছু কেন্দ্রে পুনরায় ভোট যে হতে চলেছে তা জেলা নির্বাচন দপ্তরের ব্যস্ততা দেখেই বুঝে নেওয়া যাচ্ছে। পঞ্চায়েত নির্বাচনে দক্ষিণ দিনাজপুর জেলার একাধিক বিক্ষিপ্ত ঘটনার পর এবারে পুনঃনির্বাচনের দিকেই তাকিয়ে রয়েছে দক্ষিন দিনাজপুর জেলার রাজনৈতিক মহল।

 

 

 

 

 

 

 

 

You may have missed

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.