তিওড়ে স্বর্ণ ব্যবসায়ী প্রদীপ কর্মকার কে খুনের ঘটনায় অপরাধীর যাবজ্জীবন কারাদণ্ডর সাজা ঘোষণা করলো আদালত।
1 min readআজকেরবার্তা, বালুরঘাট, ৯ জুন: স্বর্ণ ব্যবসায়ী খূনের মামলার সাজা ঘোষণা করলো আদালত। তিওড়ে স্বর্ণ ব্যবসায়ী প্রদীপ কর্মকার কে খুনের ঘটনায় অপরাধীর যাবজ্জীবন কারাদণ্ডর সাজা ঘোষণা হয় জেলা আদালত চত্বরে। মোট চার জন অভিযুক্তর বিরুদ্ধে শুক্রবার জেলা আদালত থেকে সাজার নির্দেশ হয়।
দুই বছর আগের ঘটে যাওয়া স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলার অভিযুক্তদের দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করলো জেলা আদালত। মোট চার জন অভিযুক্তর বিরুদ্ধে এদিন মামলার সাজা ঘোষণা হয়। যাবজ্জীবন কারাদণ্ড, দশ বছর ও ছয় বছর করে সাজা ঘোষণা করে জেলা আদালত।
প্রসঙ্গত, ২০২১ সালের ৯ জুলাই দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানার তিওর এলাকার এক স্বর্ণ ব্যবসায়ী প্রদীপ কর্মকারকে গুলি করে খুন করে দুষ্কৃতিরা। দোকানের হালখাতা সেরে বাইক চালিয়ে সস্ত্রীক বাড়ি ফিরছিলেন আক্রান্ত ব্যক্তি। বাড়ির কাছে পৌঁছাতেই কয়েকজন দুষ্কৃতী পথ আটকায় তার। স্বর্ণ ব্যবসায়ীর সঙ্গে থাকা ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টায় তাকে লক্ষ্য করে গুলি চালায় দূষ্কৃতিরা। দূষ্কৃতিদের চালানো গুলিতে গুলিবিদ্ধ হন তিনি।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয়রা। তরী ঘড়ি স্থানীয় বাসিন্দারা ওই স্বর্ণ ব্যবসায়ীকে উদ্ধার করে বালুরঘাট সদর হাসপাতালে ভর্তি করে। চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় এই ওই স্বর্ণ ব্যবসায়ীর।
ঘটনার পর মৃতর পরিবারে পক্ষ থেকে বালুরঘাট থানায় অভিযোগ জানানো হয়। ঘটনায় তদন্তে নেমে পুলিশ ৬ জনকে গ্রেফতার করে। অভিযুক্তদের গ্রেফতারের পর আদালতে চার্জশিট পেশ করে পুলিশ।
অবশেষে ঘটনার দুই বছর পর স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলার শুনানি হয় শুক্রবার। তিওড়ের স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় এডিজে স্পেশাল কোর্টের বিচারক অনন্ত কুমার সিংহ মহাপাত্র অভিযুক্তদের মধ্যে চারজনকে দোষী সাবাস্ত করেন।
দোষীদের মধ্যে ঘটনায় মূল অভিযুক্ত শুভম কুমার নামক বিহারের এক দুষ্কৃতী রয়েছে বলে খবর। এদিন জেলা আদালতের বিচারক অভিযুক্ত শুভম কুমারের বিরুদ্ধে যাবজ্জীবন, সুব্রত মালী, প্রশান্ত সাহানীকে দশ বছর সশ্রম কারাদণ্ড ও দীপক দাসের বিরুদ্ধে ছয় বছরের সশ্রম কারাবাসের সাজা ঘোষণা করেন।