শিক্ষা ক্ষেত্রের বিভিন্ন অভিযোগ সম্মিলিত ১৫ দফা দাবি নিয়ে দক্ষিন দিনাজপুর জেলা অতিরিক্ত জেলা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করলো নিখিল বঙ্গ শিক্ষক সমিতি
1 min readআজকেরবার্তা, বালুরঘাট, ৯ জুন: শিক্ষা ক্ষেত্রের বিভিন্ন অভিযোগ সম্মিলিত ১৫ দফা দাবি নিয়ে দক্ষিন দিনাজপুর জেলা অতিরিক্ত জেলা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করলো নিখিল বঙ্গ শিক্ষক সমিতি। শুক্রবার সন্ধ্যায় বালুরঘটে জেলা প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ করে অতিরিক্ত জেলা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করে সংস্থার সদস্যরা।
জাতীয় শিক্ষা নিতি ২০২০ সংক্রান্ত আইনের বিরোধীতা। পাক প্রাথমিক বিদ্যালয়ের সম্পূর্ণ দায়িত্ব অঙ্গনওয়াড়ি কেন্দ্র দেওয়ার সিদ্ধান্তর প্রতিবাদ। জাতীয় শিক্ষা নিতির সিদ্ধান্ত অনুযায়ী স্কুলকমপ্লেক্স তৈরি করায় বহু বিদ্যালয় তুলে দেওয়ার সিদ্ধান্তর প্রতিবাদে। মাধ্যমিক পরীক্ষা উচ্চমাধ্যমিক পরীক্ষা তুলে দিয়ে নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সেমিস্টার প্রথা চালু করার বিরোধিতা। শিক্ষা ব্যবস্থায় সাম্প্রদায়ীক দিক টেনে আনার প্রতিবাদ সহ একাধিক দাবি তুলে এদিন সরব হয়েছে নিখিন বঙ্গ শিক্ষক সমিতি।
শুক্রবার বিকেলে নিখিল বঙ্গ শিক্ষক সমিতির সদস্যরা একটি মিছিল করে এসে দক্ষিন দিনাজপুর জেলা প্রশাসনিক ভবনের সামনে একত্রিত হয়। ১৫ দফা দাবি তুলে এদিন জেলা প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করে সংস্থার সদস্যরা। এরপর দক্ষিন দিনাজপুর জেলা অতিরিক্ত জেলা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করে তারা।
মূলত শিক্ষা ব্যবস্থা নিয়ে গড়ে ওঠা একাধিক নিয়ম ও সিদ্ধান্তের বিরুদ্ধে এদিন এই ডেপুটেশন কর্মসূচি পালন করে নিখিল বঙ্গ শিক্ষক সমিতি। তাদের দাবি ২০২০ সালের শিক্ষা নিতি প্রকাশের পর থেকে বিভিন্ন অনিয়ন অন্যায় দেখা দিয়েছে রাজ্যের শিক্ষা ব্যবস্থায়। এই সমস্ত অন্যায়ের বিরুদ্ধে তাদের এই ডেপুটেশন কর্মসূচি।