সময় পার হয়ে যাওয়ায় মনোনয়ন জমা দিতে এসে শুধুমাত্র ডিসিয়ার কেটে ফেরে যেতে হলো বিজেপিকে
1 min readআজকেরবার্তা, তপন, ৯ জুন: পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার দিন ঘোষণা হতেই দক্ষিন দিনাজপুর জেলায় নজরে আসলো মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া। মনোনয়ন পত্র জমা দেওয়ার প্রথম দিনেই তপন পঞ্চায়েত এলাকায় বিজেপি শুরু করলো মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া।
তবে মনোনয়ন জমা দিতে এসে শুধুমাত্র ডিসিয়ার কেটে ফেরে যেতে হলো বিজেপিকে। সময় পার হয়ে যাওয়ার কারনে মনোনয়ন জমা দেওয়া থেকে বিরত থাকে বিজেপি প্রার্থীরা। দক্ষিন দিনাজপুর জেলার তপন বিডিও আফিসে গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি স্তরের বিভিন্ন আসন গুলিতে মোট ১৫ জন বিজেপি প্রার্থী মনোনয়ন জমা দিতে আসে।
এদিন তপন বিডিও অফিসে বিজেপির ১৫ টি আসনের মনোনয়ন জমা দিতে আসেন বিজেপি প্রার্থীরা। এদিনের এই মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়াতে উপস্থিত ছিলেন দক্ষিন দিনাজপুর জেলা বিজেপি সভাপতি স্বরুপ চৌধুরী সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা।
এদিন তপন বিডিও অফিসে মনোনয়ন জমা দিতে এসে বিজেপি জেলা সভাপতি স্বরূপ চৌধুরী জানান, মনোনয়ন জমা দেওয়ার প্রথম দিনে মনোনয়ন প্রক্রিয়া শুরু করেছে বিজেপি। তবে এদিন দেরি করে আশায় প্রার্থীদের ডিসিআর কাটা হয়েছে। সময়ের অভাবে মনোনয়ন জমা দিতে পারেনি বিজেপির ১৫ জন প্রার্থী। আগামীকাল তাদের মনোনয়ন জমা দেয়া হবে। পাশাপাশি তিনি জানান পঞ্চায়েত ভোটে দক্ষিণ দিনাজপুর জেলায় বিজেপির ফল ভালো হবে বলে তিনি আশাবাদী।