৫১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ লংকা চাষীদের।
1 min read
আজকেরবার্তা, গঙ্গারামপুর, ৯ জুনঃ পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার ফুলবাড়ীতে ৫১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ লংকা চাষীদের। অবরোধের কারণে যান চলাচল বন্ধ হওয়ায় দুর্ভোগে সাধারণ যাত্রীরা।
লংকা চাষীদের অভিযোগ, ফুলবাড়ী লঙ্কার বাজার থেকে লঙ্কা কিনে বাইরে নিয়ে যেতে প্রতিনিয়তই পুলিশ কে টাকা দিতে হয়। যা কয়েকদিন যাবত বেশি পরিমাণ হচ্ছে বলে অভিযোগ করেন তারা। আর এই অভিযোগ তুলে ফুলবাড়ী 512 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে সকাল থেকে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় লঙ্কা চাষিরা।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন গঙ্গারামপুর থানার বিশাল পুলিশবাহিনী। পাশাপাশি ছুটে আসেন গঙ্গারামপুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক। বহুক্ষণ ধরে কৃষকদের পথ অবরোধ তুলে নেওয়ার কথা জানালেও তার তা মানতে নারাজ।
অবশেষে গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক (SDPO) দীপাঞ্জন ভট্টাচার্য এর আশ্বাসে অবরোধ উঠে যায়।