বেতন বৃদ্ধি সহ একাধিক সরকারি সুযোগ- সুবিধার দাবি জানিয়ে এবারে আন্দোলন কম্পিউটার শিক্ষকদের
1 min read
আজকেরবার্তা, বালুরঘাট, ৯জুনঃ বেতন বৃদ্ধি সহ একাধিক সরকারি সুযোগ- সুবিধার দাবি জানিয়ে এবারে আন্দোলন কম্পিউটার শিক্ষকদের। ওয়েস্ট বেঙ্গল আইটিসি স্কুল কডিনেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুর জেলা বিদ্যালয় পরিদর্শক এর দপ্তরে ডেপুটেশন কর্মসূচি পালন করা হয়।
আইটিসি কম্পিউটার শিক্ষকেরা দীর্ঘদিন ধরে রাজ্যজুড়ে রাজ্যের বিদ্যালয়গুলিতে কাজ করে আসছেন। 2015 সাল থেকে তারা কাজ করলেও ওই শিক্ষকদের অভিযোগ যে তারা তাদের প্রাপ্য সাম্মানিক ভাতা টুকুও পান না। তাই এই শিক্ষকেরা বৃহস্পতিবার একটি কর্মসূচির মধ্য দিয়ে দক্ষিণ দিনাজপুর জেলার উচ্চ বিদ্যালয় পরিদর্শক কে ডেপুটেশন জমা দেন। এদিন এই ডেপুটেশনের মধ্য দিয়ে ওই কম্পিউটার শিক্ষকরা তাদের বেতন বৃদ্ধি সহ বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন দিনাজপুর জেলার উচ্চ বিদ্যালয় পরিদর্শক কে।
বেতন বৃদ্ধি সহ ন্যায্য সরকারি সুযোগ-সুবিধার দাবিতে আন্দোলনে নামলো কম্পিউটার শিক্ষকেরা। এদিন ওয়েস্ট বেঙ্গল আইসিটি স্কুল কো-অর্ডিনেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দক্ষিণ দিনাজপুর জেলা কমিটির পক্ষ থেকে জেলা বিদ্যালয় পরিদর্শক দপ্তরে (DI Office) গণ ডেপুটেশন কর্মসূচি পালন করা হয়।