বালুরঘাট শহরে বিজেপির পক্ষ থেকে পালন করা হলো রবীন্দ্রজয়ন্তী
1 min read
আজকেরবার্তা, বালুরঘাট, ৯মেঃ সারা দেশ জুড়ে পালিত হচ্ছে রবীন্দ্রজয়ন্তী। আর রবীন্দ্রজয়ন্তী পালন থেকে বঞ্চিত নেই দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপিও। সোমবার বালুরঘাটের দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি কার্যালয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান করে পুষ্প অর্ঘ্য দিয়ে কবিগুরুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিজেপি রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার সহ দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা।
দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির কার্যালয় ছাড়াও এ দিন বালুরঘাট শহরে অবস্থিত দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনিক কার্যালয় এর সামনের রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি তে মাল্যদান করেন বিজেপি রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার।
মহা সমারোহে রাজ্য জুড়ে বিজেপির রবীন্দ্রজয়ন্তী পালন বাঙ্গালীর মন পেতে কিনা সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে সুকান্ত মজুমদার জানান, প্রতি বছরই রবীন্দ্রজয়ন্তী পালন করা হয়। আগে মিডিয়ায় নজর ছিল না। এখন বিজেপি রাজ্যের প্রধান বিরোধী দল, তাই মিডিয়ার প্রচারে এসেছে। কোলকাতা সহ রাজ্য জুড়েই রবীন্দ্রজয়ন্তী পালন করছে বিজেপি।
এদিন বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি কার্যালয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন জানানো হয় কবিগুরুর প্রতি এবং তার পর বিজেপির পক্ষ থেকে বালুরঘাট শহরের প্রশাসনিক ভবনের সামনের রবীন্দ্রনাথের মূর্তিতে মাল্যদান করা হয়।