Wed. Sep 27th, 2023

বালুরঘাট শহরে অনুষ্ঠিত হচ্ছে লিজেন্ড প্রিমিয়ার লিগ।

1 min read

আজকেরবার্তা, বালুরঘাট, ৯ এপ্রিল: কুইজ খেলার প্রসিদ্ধি বাড়াতে এবং কুইজ খেলাকে মানুষের মাঝে পৌঁছে দিতে বালুরঘাট শহরে অনুষ্ঠিত হচ্ছে লিজেন্ড প্রিমিয়ার লিগ। আইপিএল ফরম্যাটে দুই দিনাজপুর জেলার কুইজারদের নিয়ে এদিনের এই লেজেন্ড প্রিমিয়ার লিগের আয়োজন করা হয়।

ভূতের রাজা আয়োজিত ও দক্ষিণ দিনাজপুর জেলা কুইজ অ্যাসোসিয়েশন এর সহযোগিতায় একদিন ব্যাপী এই কুইজ প্রতিযোগিতার অনুষ্ঠিত হয় বালুরঘাটের নাট্য মন্দিরে। রবিবার সকাল থেকে উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার কুইজারদের ভিড় নজরে আসে নাট্য মন্দির প্রাঙ্গণে। ছটি টিমে ভাগ হয়ে খেলা চলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অর্থাৎ পৃথিবী বিখ্যাত আই পি এল খেলার ফরমেট অনুসারে। অকশন থেকে শুরু করে প্লেয়ার সিলেকশন সমস্ত কিছুই আইপিএলের ছাচেই অনুষ্ঠিত হয়। বেশ কিছুদিন আগে অকশন হয়ে যাওয়ার পর তৈরি হয় টিম। তারপর শুরু হয় নিরন্তন প্র্যাকটিসের পালা। নিজেকে জ্বালিয়ে নিয়ে লিজেন্ট প্রিমিয়ার লিগ খেলতে প্রস্তুত ছটি দলের সমস্ত কুইজাররা।

দক্ষিণ দিনাজপুর জেলায় এই প্রথম অনুষ্ঠিত হচ্ছে লেজেন্ড প্রিমিয়ার লিগ। লিজেন্ড প্রিমিয়ার লিগ অনুষ্ঠিত হচ্ছে বালুরঘাট শহরের নাট্যমন্দিরে। এদিনের এই কুইজ প্রতিযোগিতায় মোট ছটি দল অংশগ্রহণ করে। প্রত্যেকটি দলের মধ্যে দুটি করে বিভাগ রয়েছে। ছাত্র-ছাত্রী পর্যায়ের একটি বিভাগ ও সাধারণ পর্যায়ের একটি বিভাগ রয়েছে। দুই দিনাজপুরের কুইজারেরা অংশগ্রহণ করে এই খেলায়। প্রথমে ছটি দললের ছাত্র-ছাত্রী বিভাগ ও তারপর ছটি দলের সাধারণ বিভাগের খেলা হবে। সেখান থেকে প্রশ্নোত্তর পর্বে উত্তীর্ণ দলগুলি পরবর্তীতে ক্রমাগত সেমিফাইনাল ও ফাইনাল খেলায় অংশগ্রহণ করবে।

প্রসঙ্গত, দক্ষিণ দিনাজপুর জেলার অন্যতম কুইজ প্রতিষ্ঠান ভূতের রাজা। এই প্রতিষ্ঠানের উদ্যোগে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলার কুইজারদের একত্রিত করে লেজেন্ড প্রিমিয়ার লিগের আয়োজন করা হয়েছে। পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলা কুইজ অ্যাসোসিয়েশনের সহযোগিতা রয়েছে এই লেজেন্ড প্রিমিয়ার লিগে। বালুরঘাট শহর সহ সারা দক্ষিণ দিনাজপুর , উত্তর দিনাজপুর ও পার্শ্ববর্তী অন্যান্য জেলা থেকেও কুইজ খেলোয়াড় এবং কুইস মাস্টাররা এদিনের এই লেজেন্ড প্রিমিয়ার লিগে অংশগ্রহণ করেছেন।

বেশ কিছুদিন আগে শেষ হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা। কলেজে ভর্তিতে ও রয়েছে বেশ কিছুটা সময়। ঠিক তার মাঝখানেই এই সময়টিকে কাজে লাগিয়ে কুইজারদের কুইজ খেলার প্রতি আগ্রহী করতে ও সাধারণ মানুষের মধ্যে কুইজ খেলা সংক্রান্ত বিষয়ে রসদ যোগাতে, এই লেজেন্ড প্রিমিয়ার লিগের আয়োজন করা হয় বলে জানান এলপিএল কর্তৃপক্ষ। শুধুমাত্র বালুরঘাট শহর নয় জেলার সমস্ত প্রান্ত থেকে ও উত্তর দিনাজপুর জেলা থেকে কুইজাররা এদিন এই লেজেন্ড প্রিমিয়ার লিগ খেলায় অংশগ্রহণ করে।

You may have missed

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.