Thu. Sep 21st, 2023

দক্ষিণ দিনাজপুর জেলা দাবা সংস্থার দীর্ঘমেয়াদি দাবা কোচিং ক্যাম্পে বিশেষ প্রশিক্ষণ দিতে বালুরঘাট শহরে আসলেন ভারতবর্ষের অন্যতম দাবা খেলোয়াড় দিব্যেন্দু বড়ুয়া

1 min read

আজকেরবার্তা, বালুরঘাট, ৯ এপ্রিল : সারা বাংলা দাবা সংস্থা এবং দক্ষিণ দিনাজপুর জেলা দাবা সংস্থার যৌথ উদ্যোগে বালুরঘাট শহরের চলছে এক দীর্ঘ মেয়াদী দাবা কোচিং ক্যাম্প। সেই দাবা প্রশিক্ষণ শিবেরে রবিবার আসেন ভারতবর্ষের অন্যতম দাবা খেলোয়াড় দিব্যেন্দু বড়ুয়া।

সম্প্রতি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলাকে একত্রিত করে রায়গঞ্জে গৌড়বঙ্গ দাবা হাব নামক একটি দাবা হাব প্রতিষ্ঠিত হয়েছে। যেখান থেকে এই তিন জেলাকে নিয়ে উন্নত মানের দাবা খেলার প্রশিক্ষণ দেবেন দেশের বিভিন্ন দাবা প্রশিক্ষকেরা। সাথে এই দাবা হাবে থাকছে বিভিন্ন উন্নত মানের দাবার সরঞ্জাম। যা থেকে আগামী দিনে এই তিন জেলার দাবা খেলোয়াড়রা উপকৃত হবে।

গতকাল উত্তর দিনাজপুরের রায়গঞ্জে এই গৌড়বঙ্গ দাবা হাবের উদ্বোধন করেন ভারতবর্ষের বিশিষ্ট দাবা খেলোয়াড় দিব্যেন্দু বড়ুয়া। সেখান থেকেই রবিবার বালুরঘাট শহরের দক্ষিণ দিনাজপুর জেলা দাবা সংস্থা সংস্থার উদ্যোগে আয়োজিত দীর্ঘমেয়াদী দাবা কোচিং ক্যাম্পে উপস্থিত হন তিনি। এদিনের এই ক্যাম্প থেকে দিব্যেন্দু বড়ুয়া দাবা প্রশিক্ষণরত ছাত্র-ছাত্রীদের দাবা খেলা সংক্রান্ত একাধিক বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন। পাশাপাশি উপস্থিত অভিভাবকদের উদ্দেশ্য বক্তব্য রাখেন তিনি।

প্রসঙ্গত, ৬সেপ্টেম্বর ২০২২ সালে প্রথম পথ চলা শুরু করে দক্ষিণ দিনাজপুর জেলার দাবা সংস্থা। তিনদিনের একটি টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় বালুরঘাট শহরে। সেখান থেকেই অংশগ্রহণকারী খেলোয়াড়দের নিয়ে পথচলা শুরু হয় এই সংস্থার। বিগত আট মাস থেকে একটি দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়ে আসছে বালুরঘাট শহরের বুকে। মূলত আগামী প্রজন্মের দাবা খেলোয়াড়দের উৎসাহিত করতে ও বিশেষ প্রশিক্ষণের মধ্য দিয়ে তাদের দেশের দাবার দরবারে পৌঁছে দিতে এই উদ্যোগ গ্রহণ করেছে দক্ষিণ দিনাজপুর জেলা দাবা সংস্থা।

বালুরঘাট উচ্চ বিদ্যালয়ে প্রতি রবিবার এই প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। যেখানে মাসে দু দিন মুর্শিদাবাদ জেলা থেকে রাজ্যের বিশিষ্ট দাওয়া প্রশিক্ষক শুভ্র ব্যানার্জি উপস্থিত হন ছাত্র ছাত্রীদের বিশেষ প্রশিক্ষণ দিতে। বাকি সময় বালুরঘাট শহর সহ দক্ষিন দিনাজপুর জেলার অন্যতম দাবা খেলোয়াড়েরা প্রশিক্ষণ দেন। মোট মাসে চারটি রবিবার এবং একটি শনিবার মিলিয়ে মাসে ৫দিন প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয় বালুরঘাট হাই স্কুলে।

প্রত্যন্ত জেলা থেকে দাবা খেলোয়াড় তৈরির লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করেছে দক্ষিন দিনাজপুর জেলা দাবা সংস্থার পক্ষ থেকে যানানো হয়।

You may have missed

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.