নবনির্মিত খিদিরপুর প্রাথমিক বিদ্যালয়ের বাউন্ডারির দেওয়াল ও গেটের উদ্ধোধন করলেন বালুরঘাট সাংসদ।
1 min readআজকেরবার্তা, বালুরঘাট, ৮ সেপ্টেম্বরঃ সীমানা প্রাচীর না থাকায় প্রাথমিক স্কুলের ভেতর সন্ধ্যার পর অসামাজিক কাজ করবার চলত। সীমানা প্রাচীর ও গ্রিলের গেট এর প্রয়োজনে বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের দ্বারস্থ হন বালুরঘাট শহর সংলগ্ন খিদিরপুর প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক। সাংসদ তহবিলের প্রায় দেড় লক্ষ টাকা ব্যয়ে বালুরঘাট পঞ্চায়েত সমিতির মাধ্যমে নির্মাণ হয় বাউন্ডারি প্রাচীর ও লোহার গেট। এদিন সেই বাউন্ডারি প্রাচীরের শুভ উদ্বোধন করলেন সংসদ সুকান্ত মজুমদার। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে কাছে পেয়ে প্রাথমিক স্কুলের কচিকাঁচাদের আবদারে তাদের অটোগ্রাফ দিতে দেখা যায় সুকান্ত মজুমদারকে।
তবে এমপি ল্যাড এর ফান্ড থেকে এই কাজ হলেও সেখানে পঞ্চায়েত সমিতির নাম বড় করে এবং এমপি সুকান্ত মজুমদার এর নাম ছোট করে লেখায় বিতর্ক উঠেছে। এ বিষয়ে সুকান্ত বাবুকে প্রশ্ন করা হলে তিনি জানান, পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন এটাই কালচার।