পঞ্চায়েত নির্বাচন কে কেন্দ্র করে উতপ্ত দক্ষিন দিনাজপুর জেলার রাজনৈতিক মহল। নির্বাচনের ময়দান প্রকাশ্যে তুমুল বচসায় জড়ালো তৃণমূল- বিজেপির নেতৃত্ব।
1 min readআজকেরবার্তা, গঙারামপুর, ৮ জুলাই: পঞ্চায়েত নির্বাচন কে কেন্দ্র করে উতপ্ত দক্ষিন দিনাজপুর জেলার রাজনৈতিক মহল। নির্বাচনের ময়দান প্রকাশ্যে তুমুল বচসায় জড়ালো তৃণমূল- বিজেপির নেতৃত্ব।
গঙ্গারামপুর ব্লকের ঠেঙ্গাপাড়া এলাকায় নির্বাচন কেন্দ্রগুলিতে ছাপ্পা ভোট দেওয়ার প্রক্রিয়া চলছে বলে অভিযোগ করে বিজেপি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিজেপি রাজ্য সভাপতি ডাঃ সুকান্ত মজুমদার ও অন্যান্য বিজেপি নেতৃত্ব। কিন্তু ঘটনাস্থলে পৌঁছে গো ব্যাক স্লোগানের মুখে পড়তে হয় বিজেপি রাজ্য সভাপতি কে।
পরবর্তীতে দক্ষিন দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মৃণাল সরকারের সাথে বচসায় জড়িয়ে পড়েন বিজেপি রাজ্য সভাপতি ডাঃ সুকান্ত মজুমদার।
দক্ষিন দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতির পাশাপাশি, এবারের পঞ্চায়েত নির্বাচনে গঙ্গারামপুর ব্লকের ৪ নং জেলা পরিষদের আসনে প্রার্থী মৃণাল সরকার। ঠ্যাঙ্গাপাড়া এলাকায় রয়েছে এই ৪ নং জেলা পরিষদের আসন। মোট ৩টি বুথ নিয়ে এই জেলা পরিষদের আসন। তাই নিজ এলাকায় বিজেপির রাজ্য সভাপতি পৌঁছানোর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান মৃণাল সরকার।
বিজেপি অভিযোগ তোলে তৃণমূল কংগ্রেস ছাপ্পা ভোট দিচ্ছে। এই অভিযোগ মিথ্যে বলে দাবি করেন তৃণমূল জেলা সভাপতি তথা গঙ্গারামপুর ব্লকের ৪ নং জেলা পরিষদের প্রার্থী মৃণাল সরকার। ছাপ্পা ভোটের অভিযোগ কে কেন্দ্র করে বচসা সংঘর্ষ মৃণাল সরকার ও সুকান্ত মজুমদারের মধ্যে।
এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই ঠেঙ্গাপাড়া এলাকার নির্বাচন কেন্দ্র চত্বরে সশস্ত্র আদিবাসী বাহিনী উপস্থিত হয়। মৃণাল সরকার দাবি করেন কাপালি এলাকায় একজন ও আদিবাসী ভোটার নেই। তাই বিজেপি ইচ্ছাকৃত বুথ জাম করতে সশস্ত্র আদিবাসী বাহিনী নিয়ে উপস্থিত হয়েছে। শান্তিপূর্ণ ভোট ভঙ্গ করতে বিজেপি চক্রান্ত চালাচ্ছে বলে অভিযোগ করে তৃণমূল কংগ্রেস সভাপতি।
দক্ষিন দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মৃণাল সরকার বলেন, গঙ্গারামপুরের ঠেঙ্গাপাড়া শান্তিপূর্ণভাবে নির্বাচন হচ্ছিল। প্রথমে সুকান্ত মজুমদার নিজের কনভয় নিয়ে আসেন এবং তারপর সশস্ত্র আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা বুথে ঢুকতে আসে। সেখানে বুথের ২০০ মিটারের মধ্যে ঢোকার নিষেধাজ্ঞা থাকার পরও তিনি আসেন। আদিবাসী সম্প্রদায়ের মানুষদের নিয়ে বুথ দখল করার চেষ্টা চালাচ্ছিল বিজেপি বলে অভিযোগ করেন মৃণাল সরকার। এই ঘটনায় বিজেপি রাজ্য সভাপতির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে চলেছেন বলে জানান তিনি।
মৃণাল সরকার আরো অভিযোগ করেন, সশস্ত্র আদিবাসী সম্প্রদায়ের মানুষদের বুথ দখল করতে বাধা দেওয়ায় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক ও সাধারণ মানুষ আহত হয়েছে বলে অভিযোগ করেন। বিজেপি কোথাও ব্যালটে জল ঢেলে দিচ্ছে আবার কোথাও বুথ দখল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। নির্বাচন সুষ্ঠু ভবে সম্পূর্ণ করতে দতে চাইছেনা বিজেপি বলে অভিযোগ করেন তৃণমূল কংগ্রেস দক্ষিন দিনাজপুর জেলা সভাপতি মৃণাল সরকার।
গঙ্গারামপুরের উত্তপ্ত পরিস্থিতির মুখে পড়েন বিজেপি রাজ্য সভাপতি ডাঃ সুকান্ত মজুমদার। তৃণমূল কংগ্রেস ছাপ্পা ভোট দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি। গঙ্গারামপুর ব্লকের নন্দনপুর, সুকদেবপুর, নয়াবাজার, মহারাজপুর এই সমস্ত এলাকায় অবাধ নির্বাচন হচ্ছেনা। পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ নিষ্ক্রিয় বলে দাবি করেন তিনি। আতশ কাঁচ দিয়ে খুজলেও পুলিশকে পাওয়া যাবে না বলে কটাক্ষ করেন সুকান্ত মজুমদার। তিনি জানান, তৃণমূল কংগ্রেসের কর্মীরা বুথের ২০০ মিটারের মধ্যে রয়েছে কিন্তু বিজেপি কর্মীদের প্রবেশ করতে বাধা দিচ্ছে শাসক দলের কর্মীরা।
সুকান্ত মজুমদার আরো জানান, জেলার মানুষ বিজেপিকে ভালোবাসে। তাই তৃণমূল কংগ্রেস কে অসৎ উপায়ে নির্বাচন করতে হচ্ছে, বলে অভিযোগ করেন বিজেপি রাজ্য সভাপতি।