নির্বাচন কেন্দ্রে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি না থাকায় অভিযোগ ল তুলে জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ অবস্থানে বিজেপির
1 min readআজকেরবার্তা, বালুরঘাট, ৮ জুলাই: নির্বাচন কেন্দ্রে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি না থাকায় অভিযোগ ল তুলে জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ অবস্থানে বিজেপির। শুক্রবার গভীর রাতে দক্ষিণ দিনাজপুর জেলাশাসকের দপ্তরের সামনে বিক্ষোভ অবস্থান দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি কর্মীরা।
পঞ্চায়েত ভোট শুরুর মাত্র কয়েক ঘন্টা আগে পর্যন্ত বুথে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী নেই বলে, অভিযোগ বিজেপির। শুক্রবার মাঝরাতে ওই অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সভাপতি স্বরূপ চৌধুরী বালুরঘাটের বিধায়ক অশোক লাহিড়ী এবং তপনের বিধায়ক বুধরাই টুডু সহ অন্যান্য বিজেপি কর্মী সমর্থকেরা।
বিজেপির অভিযোগ মাত্র কয়েক ঘন্টার মধ্যে শুরু হতে চলেছে নির্বাচন কিন্তু বুথে পর্যাপ্ত পরিমাণে কেন্দ্র বাহিনী দেখা নেই। নির্বাচন কেন্দ্রে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী দেওয়া হয়নি নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলে অভিযোগ বিজেপির। নির্বাচন কেন্দ্রে পর্যাপ্ত পরিমাণে কেন্দ্র বাহিনী মোতায়েন করার আবেদন তারা জেলা শাসকের দপ্তরে করতে গেলে আবেদন গ্রহণ করা হয় না বলে অভিযোগ বিজেপির।
দক্ষিন দিনাজপুর জেলা বিজেপি সভাপতি স্বরূপ অধিকারী দাবি করেন, সংবেদনশীল বুথের তালিকায় তৈরি করা হয়েছে ভুলভাবে। সাথে তারা বালুরঘাট থানায় গিয়ে আবেদন জানান কেন্দ্রীয় বাহিনীর জন্য। তাদের কর্মীদের ভয় দেখানো হচ্ছে বলেও অভিযোগ বিজেপির।
বিজেপি জানায়, বালুরঘাট বিধায়ক অশোক লাহিড়ী বালুরঘাট থানায় গিয়ে খোঁজ নেন তাদের কোনো দলীয় কর্মীদের আটক করা হয়েছে কিনা। পরবর্তিতে তারা খোঁজ খবর নিয়ে থানা থেকে বেরিয়ে আসে।