বনধ সমর্থকদের তাণ্ডবে ফির উত্তপ্ত দক্ষিণ দিনাজপুর। ফাটলো এক যুবকের মাথা। ভাঙচুর গঙারামপুরের এক সাংবাদিকের মোটরসাইকেলও।
1 min readআজকেরবার্তা: গঙারামপুর: ৮জুন: বন সমর্থকদের তাণ্ডবে ফির উত্তপ্ত দক্ষিণ দিনাজপুর। আদিবাসী ইউনাইটেড ফরামেরা ডাকা ১২ঘন্টার বাংলা বনধে বনধ সমর্থকদের তান্ডবে ফাটলো এক যুবকের মাথা। ভাঙচুর গঙারামপুরের এক সাংবাদিকের মোটরসাইকেলও। ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভের সঞ্চার হয়েছে দক্ষিণ দিনাজপুর জেলাবাসীর মধ্যে।
ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অরগানাইজেশন-এর ডাকা ১২ ঘন্টা বাংলা বনধের জেরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। বনধের দিন ঔষধ কিনতে আসা যুবককে রাস্তায় ফেলে তাকে এলোপাথাড়ি মারধর করে বনধ সমর্থকেরা বলে অভিযোগ । ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনায় ওই যুবকের মাথা ফেটে যায় বলে অভিযোগ।
বৃহস্পতিবার দুপুরে গঙ্গারামপুর হাই রোড়ে পূর্ত দপ্তরের অফিস সংলগ্ন ঔষধের দোকানে ঔষধ কিনতে যাওয়া এক মোটরসাইকেল আরোহী। ঔষধ দোকানে যাওয়ার পথে যুবকের পথ আটকায় বনধ্ সমর্থনকারীরা। যদিও গৌরাঙ্গ রাজবংশী নামের ঐ যুবক মোটরসাইকেল নিয়ে বনধ সমর্থনকারীদের পাশ কাটিয়ে এড়িয়ে যেতে চেষ্টা করলে বনধ সমর্থকেরা আক্রান্ত যুবককে ব্যাপক মারধোর করে এবং তার মোটরসাইকেল ভেঙ্গে দেয় বলে অভিযোগ।
ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় বাসিন্দারা বনধ সমর্থকদের হাতে আক্রান্ত যুবককে উদ্ধার করে গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করায়। বন্ধ সমর্থকদের হাতে আক্রান্ত যুবক গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতাল সূত্রে খবর, গৌরাঙ্গ রাজবংশী নামের আক্রান্ত যুবকের মাথায় সেলাই পড়েছে ও তার শরীরের একাধিক হাড় ভেঙ্গে গেছে।
তবে এখানেই থেমে যায়নি আদিবাসী ইউনাইটেড ফোরাম বনধ সমর্থকদের তাণ্ডব। ঘটনার খবর সংগ্রহ করতে যাওয়া পাপাই রায় নামের এক সাংবাদিকেরও মোটরসাইকেল বনধ সমর্থকেরা ভেঙ্গে দেয় বলে অভিযোগ।
এদিন বনধ্ সমর্থকদের তান্ডবের ভিডিও প্রকাশ হতেই জেলা জুড়ে নিন্দার ঝড় বইতে শুরু করেছে। যদিও বনধ সমর্থনকারী সংগঠনের নেতার দাবী বনধ কে বানচাল করার জন্য সোশ্যাল মিডিয়ায় এইসমস্ত বার্তা ছড়ানো হচ্ছে এরকম কথা শোনা যাচ্ছে বলে অভিযোগ করে। যদি এরকম ঘটনা ঘটে থাকে তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক বলেও জানান তিনি।
আক্রান্ত যুবক গৌরাঙ্গ রাজবংশী বলেন আমি হাসপাতালে ঔষধ আনতে যাচ্ছিলাম, আমাকে ধাওয়া করে রাস্তায় ফেলে মারধোর করে বনধের সমর্থকেরা। মোটরসাইকেল ভেঙ্গে দেয় বনধ সমর্থকেরা। হাড় ভেঙ্গে গেছে মাথায় সেলাই পড়েছে।
সাংবাদিক পাপাই রায় জানিয়েছেন, খবর সংগ্রহ করতে গিয়ে তার মটর বাইক ভেঙ্গে দেয় বনধ সমর্থকেরা। ঘটনায় দোষীদের শাস্তির দাবীতে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন।
যদিও বনধ সমর্থকদের এহেন তান্ডবলীলা চালানোর পর কাউকে গ্রেপ্তার করা হয়েছে কিনা সে বিষয়ে খবর লেখার সময় অবধি পুলিশের পক্ষ থেকে সংবাদমাধ্যমের উদ্দেশ্যে কোনরুপ বিবৃতি প্রকাশ করা হয়নি।