পঞ্চায়েত নির্বাচনের তারিখ ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
1 min read
আজকেরবার্তা, বালুরঘাট, ৮জুন: বেজে উঠলো পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট। পঞ্চায়েত নির্বাচনের তারিখ ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সন্ধ্যায় নবান্নে একটি সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের তারিখ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। আগামী জুলাই মাসে অনুষ্ঠিত হতে চলেছে পঞ্চায়েত নির্বাচন বলে খবর।
আগামী ৮ জুলাই সারা রাজ্যে একসঙ্গে এক দফায় পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্ন থেকে এমনটাই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী বলে খবর।
এক দফায় সারা রাজ্যেএকসঙ্গে ভোট হবে বলে জানা গিয়েছে। কাল থেকে সারা রাজ্য জুড়ে শুরু হতে চলেছে মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ১৫ জুন। স্থানীয় নির্বাচন দফতরে মনোনয়ন পত্র জমা দেবে সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা।
একদিকে আদিবাসী সমাজের ঢাকা 12 ঘণ্টার বনধের রেশ চলছিল রাজ্য জুড়ে। এমত অবস্থায় রাজ্যের মুখ্যমন্ত্রীর পঞ্চায়েত নির্বাচন ঘোষণা করেন। ঘটনায় সারা রাজ্য জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপান্তর। মাত্র এক মাসের ব্যবধানে পপঞ্চায়েত ভোট। কাল থেকে শুরু মনোনয়ন জমা দেওয়ার পালা। এখন দেখার এই যে কোন রাজনৈতিক দল কাকে দেয় এবারের পঞ্চায়েত নির্বাচনের প্রার্থীর দর্জা।