বেহাল রাস্তা মেরামতের দাবিতে পথ অবরোধ বালুরঘাট পৌর এলাকায়।
1 min read
আজকেরবার্তা, বালুরঘাট, ৮ জুনঃ- বর্ষা এগিয়ে আসতেই ফের বেহাল রাস্তা মেরামতের দাবিতে পথ অবরোধ বালুরঘাট পৌর এলাকায়। একই রাস্তা মেরামতের দাবিতে পঞ্চম বারের অবরোধে প্রশাসনের মৌখিক প্রতিশ্রুতিতে ভুলতে নারাজ এলাকাবাসী, দাবি লিখিত প্রতিশ্রুতির।
প্রসঙ্গত, দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের লালমাটি এলাকার বাইরে রয়েছে বালুরঘাট পৌরসভার ভাগাড়। সেই ভাগাড়ে যাওয়ার জন্য প্রতিদিন প্রচুর পরিমাণে ট্রাক্টর লালমাটি এলাকা দিয়ে যাতায়াত করে। সেই কারণেই লালমাটি এলাকার রাস্তাটি দীর্ঘদিন ধরে খারাপ হয়ে রয়েছে বলে এলাকার সাধারণ মানুষের অভিযোগ। বারবার ওই এলাকার সাধারণ মানুষ পৌরসভাকে রাস্তা সংস্কারের দাবি জানালেও পৌরসভা কোনো কর্ণপাত করেনি বলে সাধারণ মানুষের অভিযোগ। এই অভিযোগে অনেকবার ওই এলাকার সাধারণ মানুষ ওই রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন। প্রতিবারই পৌরসভার পক্ষ থেকে ওই রাস্তা সংস্কারের আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। সামনেই বর্ষাকাল আসতে চলেছে। বর্ষাকাল এলে ওই রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়ে। তাই রাস্তা সংস্কারের দাবিতে আজ বুধবার পুনরায় পঞ্চম বার ওই রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো সাধারণমানুষ।
এলাকাবাসীরা জানায় দীর্ঘ চার বছর ধরে প্রায় তিন কিলোমিটার রাস্তার বেহাল অবস্থা। পৌর এলাকার 24 ও 25 নম্বর ওয়ার্ডের মাঝে এই রাস্তাদিয়ে পৌর এলাকার যাবতীয় নোংরা ভাগাড়ে নিয়ে যাওয়া হয়। ফলে বারংবার ট্রাক্টর চলাচলে রাস্তার বেহাল অবস্থা। একাধিকবার অবরোধ করে পুরো প্রশাসনকে জানালেও শুধু আশ্বাস মিলেছে কাজের কাজ কিছুই হয়নি। বাধ্য হয়েই আমরা আবার পথ অবরোধে নেমেছি। এবারে লিখিত আশ্বাস চাই।
এখন দেখার বিষয় সাধারণ মানুষের এই ক্ষোভ কে অনুধাবন করে পৌরসভা ওই রাস্তা সারাই করে নাকি আবার শুধু আশ্বাস দিয়ে ওই এলাকার মানুষের মন ভোলানোর চেষ্টা করে।