Sun. Oct 1st, 2023

ব্যবসায়ীর মৃত্যুর ১১ বছর পরও তাকে স্মরণ করে বালুরঘাটে পালন হচ্ছে অলিখিত বনধ।

1 min read

আজকেরবার্তা, বালুরঘাট, ৮মে : তোলা বাজি করা দুষ্কৃতিদের প্রতিবাদ করায় নিশংস ভবে বালুরঘাট বাজারে খুন হতে হয়েছিল মাছ ব্যবসায়ী পরিতোষ দে কে। খুনের ১১ বছর পর আজও পরিতোষ দের মৃত্যুদিনে অলিখিত বনধ পালন করল বালুরঘাট শহরের ব্যবসায়ীরা। বালুরঘাট বাজারের ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে সোমবার একটি শোক সভার আয়োজন করা হয়। বালুরঘাট তহ বাজারে অবস্থিত পরিতোষ দের মূর্তিতে মাল্যদান করে ও তার বিদ্রোহী আত্মার শান্তি কামনা করে ব্যাবসায়ী সমিতির সদস্যরা।

বাজারের তোলাবাজি ও দুষ্কৃতিদের অসম্ভব অত্যাচারের বিরুদ্ধে সরব হওয়ায় দিনের আলোয় প্রকাশ্যে খুন হয় মাছ ব্যবসায়ী পরিতোষ দে। প্রথমে গুলি করে ও তার পর মৃত্যু সুনিশ্চিত করতে এলোপাথাড়ি রামদা দিয়ে কোপানো হয় মৃত কে। ঘটনা কে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। বালুরঘাট শহরের ব্যবসায়ী মহল সাক্ষী হয়ে থাকে এক নৃশংস হত্যার।

প্রসঙ্গত, ২০১১ সালের ৮ মে সকালে বালুরঘাট শহরের বুকে তোলা বাজি করে দাপিয়ে চলা দুষ্কৃতিদের বিরুদ্ধে সরব হয় মাছ ব্যবসায়ী পরিতোষ দে। ঘটনায় দিনের আলোয় প্রকাশ্যে নৃশংস ভবে দুষ্কৃতিরা খুন করে তাকে৷ গুলি করে ও তার মৃত্যু সুনিশ্চিত করতে এলোপাথাড়ি কোপানো হয় তাকে। ঘটনায় বালুরঘাট শহরের ব্যবসায়ীরা নামে আন্দোলনে। ব্যবসায়ীদের আন্দোলনে স্তব্ধ হয়ে পড়ে বালুরঘাট শহর৷ একটানা প্রায় সাতদিন বালুরঘাট শহরের দোকান বাজার বন্ধ থাকায় টান পরে বালুরঘাটবাসির স্বাভাবিক জীবন যাপনে।

ঘটনায় চাপের সৃষ্ট হয় শহরে। উত্তেজনার রেশ সামাল দিতে কয়েকজন দুষ্কৃতিকে গ্রেফতার করে পুলিশ। কিন্তু মূল অভিযুক্ত খোকন দে প্রকাশ্যে ঘুড়ে বেরাতে থাকে। কুখ্যাত অপরাধীর প্রকাশ্যে ঘুরে বেরাতে থাকায় ক্ষোভের সৃষ্টি হয় শহরের ব্যবসায়ীদের মধ্যে। অবশেষে স্থানীয় ব্যবসায়ীদের আক্রোশের মুখে পরে মৃত্যু হয় তোলাবাজ দুষ্কৃতি খোকন দে র। উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে বালুরঘাট বাজারে বসে পুলিশ ক্যাম্প। পরবর্তীতে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি।

ঘটনার পর বালুরঘাট শহরের ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে পরিতোষ দের একটি আবক্ষ মূর্তি স্থাপন করা হয় মাছ বাজারে। আজ ব্যবসায়ী পরিতোষ দে র ১১তম মৃত্যু বর্ষে ওই মূর্তিতে মাল্য দান করে স্মরণ সভার আয়োজন হয়। সন্ধ্যায় মোমবাতি মিছিল করেন ব্যবসায়ীরা। এদিন স্মরণ সভার মাধ্যমে তাঁর মুর্তিতে মাল্য দান করেন ব্যবসায়ীরা। এদিন এই শোক সভায় উপস্থিত ছিলেন ব্যবসায়ী সমিতির সম্পাদক হরেরাম সাহা সহ অন্যান্য ব্যবসায়ীরা। হরেরাম সাহা জানান, এক সময় ব্যবসায়ীরা বাড়ি থেকে নিরাপদে গন্তব্যে পৌঁছতে পারবেন কি না তা নিয়ে দুশ্চিন্তা তৈরী হয়েছিল । যার প্রতিবাদেই সরব হয়েছিলেন পরিতোষ দে । কিন্তু দুস্কৃতিদের গুলিতে খুন হতে হয়েছিল তাঁকে । তাঁর স্মৃতির উদ্দেশ্যেই এই স্মরণ সভা ।

 

 

 

You may have missed

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.