দক্ষিন দিনাজপুর জেলা স্নেক এন্ড অ্যানিম্যালস প্রটেকশন সমিতি পক্ষ থেকে বালুরঘাটে অনুষ্ঠিত হলো একটি সাপ সংক্রান্ত স্বচেতনতা শিবির
1 min read
আজকেরবার্তা, বালুরঘাট, ৮মেঃ দক্ষিন দিনাজপুর জেলা স্নেক এন্ড অ্যানিম্যালস প্রটেকশন সমিতি পক্ষ থেকে বালুরঘাটে অনুষ্ঠিত হলো একটি সাপ সংক্রান্ত স্বচেতনতা শিবির। মূলত সাপ সাপের কামড়ে মৃত্যু এক জীবন্ত সমস্যা। আর এই সমস্যার থেকে সাধারণ মানুষকে অবগত করতে এই দিনে এই সচেতনতা শিবিরের আয়োজন করা হয় দক্ষিণ দিনাজপুর এন্ড অ্যানিম্যালস প্রটেকশন সমিতির পক্ষ থেকে। সাপের সমস্যা ও সসর্পাঘাত বিষয়ক চিকিৎসা সচেতনতা শিবিরের আয়োজন করা হয়।
মুলত সাপ সম্পর্কে এখনো সাধারন মানুষের মনে কিছু ভুল ধারনা রয়ে গেছে। সেই কারণেই এখনো ওঝা ঝাড়ফুঁক প্রভৃতি কিছুর ফলে বছরে বেশকিছু নিষ্পাপ প্রাণ অকালে চলে যায়। তাই সাপের সমস্যা ও তার প্রতিকার সম্পর্কে জনসাধারণকে সচেতন করতে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে একটি সচেতনতা শিবির এর আয়োজন করল দক্ষিণ দিনাজপুর স্নেক অ্যান্ড এনিম্যাল প্রটেকশন সমিতি।
এদিন বিভিন্ন সাপ সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা হয়। কোন সাপ বিষাক্ত আর সাপের বিষ নেই সেই বিষয়েও সাধারণ মানুষকে সচেতন করা হয়। পাশাপাশি সাপ কামড়ালে কি কি প্রটেকশন নেওয়া উচিত সে সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা হয় এদিনের এই সচেতনতা শিবিরে। এদিনের এই সচেতনতা শিবির এ উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহর এর বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র, ভাইস চেয়ারম্যান প্রদীপ্তা চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এছাড়াও এদিনের এই সচেতনতা শিবিরের বক্তব্য রাখেন ক্যানিং মহকুমা হাসপাতালের চিকিৎসক ডক্টর সমরেন্দ্র নাথ রায়।