বালুরঘাট পৌরসভা এলাকার বেআইনি ভবে ডোবা ভারাটের কাজে বন্ধ করলো বালুরঘাট পৌরসভার পৌরাধক্ষ অশোক কুমার মিত্র
1 min readআজকেরবার্তা, বালুরঘাট, ৮ এপ্রিল: বালুরঘাট পৌরসভা এলাকার বেআইনি ভবে ডোবা ভারাটের কাজে বন্ধ করলো বালুরঘাট পৌরসভার পৌরাধক্ষ অশোক কুমার মিত্র। সরকারি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও পৌরসভা এলাকায় ডোবা ভরাটের কাজ চলায় উঠছে নানান প্রশ্ন। যদিও খবর পাওয়ার সাথে সাথে জলাশয় ভরাটের কাজ বন্ধ করান পৌরাধক্ষ।
খোদ বালুরঘাট পুরসভার পৌরাধক্ষর ওয়ার্ডে থাকা একটি জলাশয় ভরাটের কাজ চলছিল। চুপিসারে চলা জলাশয় ভরাটের কাজের কথা স্থানীয়রা জানতে পেরে খবর দেয় বালুরঘাট পুরসভার। বালুরঘাট পৌরসভার পৌরাধক্ষ অশোক মিত্রর ওয়ার্ডে এমন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছিয়ে ডোবা ভরাটের কাজ বন্ধ করান তিনি।
বালুরঘাট পুরসভার এলাকার ৫ নং ওয়ার্ডের এলাকাবাসিদের অভিযোগ এলাকায় জল নিকাশি ব্যবস্থার সাথে সম্পর্ক রয়েছে এই ডোবাটির। ডোবা ভরাট হয়ে গেলে সমস্যার সম্মুখীন হতে হবে এলাকার বাসিন্দাদের। এলাকাবাসীরা আরো অভিযোগ করে বলেন, এর আগেও এই ডোবার মালিক সরকারি নিয়মের তোয়াক্কা না করে ডোবা ভরাট করার কাজ চেষ্টা করেছিল। তখন এলাকাবাসীরা বালুরঘাট থানায় খবর দেয়। বালুরঘাট থানার পুলিশ এসে তখন ডোবা ভরাটে বাধা দেয়। এই ঘটনার কিছুদিন পার হতে না হতেই আবারো ডোবা ভরাট করার চেষ্টা শুরু হয়।
কিন্তু, হঠাৎ আবার ডোবা ভরাট করার কাজ শুরু হওয়ায় বিপাকে পড়েন স্থানীয় বাসিন্দারা। এলাকার সমস্ত নিকাশি র জল এই ডোবাতেই জমা হয় গিয়ে। সামনেই আসছে বর্ষা সে ক্ষেত্রে এই ডোবা ভরাট হলে এলাকায় চলাচল করাই এক প্রকার দায় হয়ে পড়বে এলাকার বাসিন্দাদের। এরপরেই পুরসভায় অভিযোগ জানানো হয়। তাদের কাছ থেকে খবর পেয়েই নিজের ওয়ার্ডের জলা ভরাটের বিষয়টি বন্ধ করতে ঘটনাস্থলে চলে আসেন বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র সাথে পুরসভার ইঞ্জিনিয়ার দপ্তরের লোকজনকে ও তিনি নিয়ে আসেন। চেয়ারম্যান কাজ বন্ধ করার নির্দেশ দেওয়ার পাশাপাশি যাতে ওই এলাকার সুস্থ্য নিকাশি ব্যবস্থ্যা করা যায় তার নির্দেশ দেন তার সাথে আসা ইঞ্জিনিয়ারদের।
পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র জানান, যদিও এটা তার নিজের ওয়ার্ডের ব্যাপারটা চলছিল, জলা ভরাটের ঘটনা জানা ছিল না, খবর পেয়েই ছুটে এসে কাজ বন্ধ করে দিয়েছি। পাশাপাশি এলাকায় নিকাশি নিয়ে যে সমস্যা রয়েছে, তা যাতে সুস্থ্য ব্যবস্থ্যা গড়ে তোলা যায় তার জন্য পুরসভার ইঞ্জিনিয়ারদের নির্দেশ দিয়েছি। আশাকরি দ্রুত সমস্যা মিটে গিয়ে এলাকায় সুস্থ্য নিকাশি ব্যবস্থ্যা গড়ে তোলা সম্ভব হবে, বলে তিনি জানান।