বালুরঘাট পুরসভারর ডেঙ্গু স্বচেতনতাকে কটাক্ষ করে ডেপুটেশন বিজেপির। পালটা জবাব পৌরাধক্ষের।
1 min readআজকেরবার্তা, বালুরঘাট, ৭নভেম্বরঃ ডেঙ্গু সচেতনতা নিয়ে লোক দেখানো কাজ করে চলেছে বালুরঘাট পৌরসভা। এমনই অভিযোগ তুলে সোমবার বিজেপি শহর মন্ডল কমিটির পক্ষ থেকে বালুরঘাট পৌরসভায় একটি ডেপুটেশন কর্মসূচি পালন করে বিজেপি। এদিনের এই ডেপুটেশন কর্মসূচিতে মশার কুশপুতুলিকা তৈরি করে সেটা নিয়ে একটি মিছিল বের করা হয় বিজেপির পক্ষ থেকে। মিছিলটি সারা বালুরঘাট শহর পরিক্রমা করে বালুরঘাট পৌরসভার সামনে গিয়ে উপস্থিত হয় এবং সেখানেই বালুরঘাট বিধায়ক অশোক কুমার লাহিড়ীর নেতৃত্বে এদিনের এই বিক্ষোভ কর্মসূচি পালন করে বিজেপি।
বিজেপি বালুরঘাট শহর মন্ডল কমিটির দাবি ডেঙ্গু নিয়ে লোক দেখানো কর্মসূচি পালন করে আসছে বালুরঘাট পৌরসভা। শহর জুড়ে ডেঙ্গু প্রতিরোধে কোনরূপ উল্লেখযোগ্য কাজ করেনি বালুরঘাট পৌরসভা কর্তৃপক্ষ। শুধুমাত্র লোক দেখানো প্রচার চালিয়ে আসছে তারা। বালুরঘাট পুরসভা এলাকায় ডেঙ্গু নিধনের কোনরূপ উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে না বালুরঘাট পৌরসভা কর্তৃপক্ষ বলে দাবি করে বিজেপির।
ডেঙ্গু সংক্রান্ত বিভিন্ন দাবি দাবা নিয়ে এদিনের এই ডেপুটেশন কর্মসূচি অনুষ্ঠিত করে বিজেপি। এদিনের এই ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বালুরঘাট বিধায়ক ডক্টর অশোক কুমার লাহিড়ী, বিজেপি জেলা সম্পাদক স্বরূপ চৌধুরী, সাধারণ সম্পাদক বাপি সরকার অন্যান্য নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা।
কোনরুপ অপ্রকৃতিকর ঘটনা এড়াতে বালুরঘাট পৌরসভা এলাকায় মোতায়ন করা হয়েছিল পুলিশ বাহিনী। শান্তিপূর্ণভাবে মশার কুশ পুতুলিকা প্রদর্শনের মধ্য দিয়ে এদিনের এই ডেপুটেশন কর্মসূচিটি পালন করে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট টাউন মন্ডল বিজেপি।
অপর দিকে এ বিষয়ে বালুরঘাট পুরসভার পৌরাধক্ষ অশোক মিত্রকে পাল্টা প্রশ্ন করলে তিনি জানান, খবরের শিরোনামে আসার জন্য বিজেপি এসব কুপ্রচার করছে। বালুরঘাট শহরের বাসিন্দারা জানেন যে বালুরঘাট পুরসভার ডেঙ্গু নিয়ে কি কি কাজ করছে।