দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূলের নতুন কমিটির প্রথম বৈঠক।
1 min read
আজকের বার্তা, বালুরঘাট, ৭ সেপ্টেম্বর:- দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূলের নতুন কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হল শনিবার। এদিন বিকেলে বালুরঘাটের একটি বেসরকারি লজে বৈঠকে জেলা কমিটির সদস্যদের নিয়ে বৈঠক করেন জেলা সভাপতি অর্পিতা ঘোষ। বৈঠকে জেলা কমিটির নাম ঘোষণা হলেও এখনো পদাধিকার বন্টন করা হয়নি।
জানাগেছে, অর্পিতা ঘোষ জেলা সভাপতির দায়িত্ব নেওয়ার পর এটাই জেলা কমিটির প্রথম বৈঠক। মূলত ২০২১ সালের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে জেলা কমিটি সাজিয়েছে তৃণমূল। প্রত্যেক বিধানসভা অনুযায়ী জেলা কমিটির সদস্যদের দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি তৃণমূলের জেলা কো-অর্ডিনেটর হিসাবে গঙ্গারামপুরের বিধায়ক গৌতম দাসকে দায়িত্ব দেওয়া হয়েছে। এ দিনের বৈঠকে জেলা সভাপতি অর্পিতা ঘোষ সহ উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী বাচ্চু হাঁসদা, প্রাক্তন পূর্তমন্ত্রী শংকর চক্রবর্তী, বিধায়ক গৌতম দাস ও অন্যান্য জেলা নেতৃত্বরা।
জেলা সভাপতি অর্পিতা ঘোষ জানান, রাজ্যের কাছে জেলা কমিটির নাম পাঠিয়ে দেওয়া হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যেই রাজ্যের পক্ষ থেকে পদাধিকার বন্টন করা হবে। সেই নির্দেশ পেলেই জেলা কমিটিতে কে কোন পদে রয়েছে তা ঘোষণা করা হবে।