মসজিদে নামাজ পড়ার সময় প্রতিবেশীর হাতে খুন হলো ষাটোর্ধ ব্যাক্তি।
1 min read
আজকের বার্তা, বংশিহারি, ৭ সেপ্টেম্বর ঃ- মসজিদে নামাজ পড়ার সময় প্রতিবেশীর হাতে খুন হলো ষাটোর্ধ ব্যাক্তি। দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার মহাবাড়ি গ্রাম পঞ্চায়েতের বিরোলি পাড়া জামা মসজিদে হাবিল মোমিন (৬৫) নামাজ পরার সময় পিছন থেকে কোদাল দিয়ে আঘাত করে প্রতিবেশী সাত্তার রহমান (৩৭)। ঘটনা স্থলেই মৃত্যু হয় ষাটোর্ধ হাবিল মোমিনের। ঘটনার তদন্তে বংশীহারী থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানাগেছে, অভিযুক্ত সাত্তার রহমান মানসিক ভারসাম্যহীন। প্রতিবেশী হাবিল মোমিনের বাড়িতে সে মাঝে মধ্যে যেত। এমনকি মানসিক ভারসাম্যহীন হওয়ায় সকলে তাকে খাবার দিত। মোমিনের বাড়িতেও খাওয়া দাওয়া করতো সে। শনিবার সন্ধ্যায় এলাকার
মসজিদে সকলে নামাজ পড়ে চলে যাওয়ার পর বৃদ্ধ হাবিল মোমিন একাই ছিলেন। অভিযোগ হাবিল মোমিন এর নামাজ পড়ার সময় সাত্তার রহমান পেছন থেকে কোদাল দিয়ে আঘাত করে। কোদালের আঘাতে বৃদ্ধের চিৎকারে ছুটে আসে প্রতিবেশী থেকে বৃদ্ধের ছেলে সকলেই। ঘটনার পরপরই তড়িঘড়ি হাবিল মোমিনকে রশিদপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
এদিকে গ্রামবাসীরা আটকে রাখে ভারসাম্যহীন সাত্তার রহমানকে। ঘটনার খবর পেয়ে বংশীহারী থানার পুলিশ আসলে ঘাতক সাত্তারকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। সমস্ত ঘটনার তদন্তে নেমেছে বংশীহারী থানার পুলিশ।