আবার ১ কোম্পানির কেন্দ্রীয় বাহিনী দক্ষিণ দিনাজপুর জেলায় এসে পৌঁছালো।
1 min readআজকেরবার্তা, বালুরঘাট , ৭ জুলাই: আবার ১ কোম্পানির কেন্দ্রীয় বাহিনী দক্ষিণ দিনাজপুর জেলায় এসে পৌঁছালো। এই নিয়ে মোট আট কোম্পানির কেন্দ্রীয় বাহিনী জেলায় উপস্থিত হয়েছে ইতিমধ্যে। তবে প্রশাসন ক্ষেত্রে খবর আরো এক কোম্পানির কেন্দ্র বাহিনী আসতে চলেছে দক্ষিণ দিনাজপুর জেলায়।
দক্ষিন দিনাজপুর জেলা প্রশাসন সুত্রে খবর, মোট ৯ কোম্পানির আধা সামরিক বাহিনীর উপস্থিত হতে চলেছে দক্ষিন দিনাজপুর জেলায়। পঞ্চায়েত নির্বাচন কে কেন্দ্র করে দক্ষিন দিনাজপুর জেলায় কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতির নিয়ে একাধিক আন্দোলন ও বিতর্ক দেখা দিয়েছে। এমত অবস্থায় নির্বাচনের ঠিক প্রাক মুহুর্তে এক কোম্পানির কেন্দ্রীয় বাহিনী উপস্থিত হওয়ায় কিছুটা অস্বাস্থ্য ভোট কর্মীরা।
প্রশাসন সূত্রে খবর, পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে বসিরহাট থেকে এই এক কোম্পানির কেন্দীয় বাহিনী ইতিমধ্যেই নিয়ে আসা হচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলায়। বালুরঘাট থানার পুলিশ আধিকারিকদের তত্ত্বাবধানে তাদের নিয়ে আসা হয়েছে কেন্দ্রীয় বাহিনীকে। বালুরঘাট শহরের এনসি হাই স্কুলে এই কেন্দ্রীয় বাহিনীদের থাকার ব্যবস্থা করা হয়েছে।
পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে এই নিয়ে মোট আট কম্পানির কেন্দ্রীয় বাহিনী উপস্থিত হয়েছে দক্ষিন দিনাজপুর জেলায়। তবে ১২২৩ টি বুথের জন্য আদেও এই কেন্দ্রীয় বাহিনী যথেষ্ট কি না তা নিয়ে উঠছে একাধিক বিতর্ক। তবে প্রশাসন সূত্রে খবর, নির্বাচনের সময় জেলার মোট ৮ টি ব্লকের প্রত্যেকটি ব্লকে ২কম্পানি করে কেন্দ্রীয় বাহিনী উপস্থিত থাকবে।