দক্ষিন দিনাজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে বালুরঘাট প্রশাসনিক ভবনের প্রত্যয়ী কমান্ড সেন্টার ও হেল্প ডেস্ক উদ্ধবোধন করেন জেলা শাসক।
1 min readআজকেরবার্তা, বালুরঘাট, ৭ জুন: জেলা প্রশাসনের পক্ষ থেকে উদ্ধবোধন করা হল বাল্য বিবাহ রোধ করতে নতুন একটি উদ্যোগ প্রত্যয়ী। দক্ষিন দিনাজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে বালুরঘাট প্রশাসনিক ভবনের প্রত্যয়ী কমান্ড সেন্টার ও হেল্প ডেস্ক উদ্ধবোধন করেন জেলা শাসক।
বাল্য বিবাহ রোধ করতে পশ্চিম বঙ্গ সরকারের পক্ষ থেকে একটি নতুন উদ্যোগ গ্রহণ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাল্যবিবাহ প্রতিরোধে করে পড়াশোনার দিকে ছাত্রীদের আগ্রহ বাড়াতে প্রত্যয়ী নামক একটি প্রকল্প চালু করে রাজ্য সরকার। সারা রাজ্যের পাশাপাশি দক্ষিন দিনাজপুর জেলাতেও প্রত্যয়ী প্রকল্পের উন্মোচন করলে জেলা প্রশাসন।
বাল্য বিবাহ রোধ করতে প্রত্যয়ী নামক এক একটি নতুন উদ্যোগ গ্রহণ করে রাজ্য সরকার। রাজ্যের প্রত্যেকটি জেলাতে বাল্য বিবাহ রোধ করার লক্ষ্যে চাইল্ড লাইনের পাশাপাশি প্রত্যয় নামক একটি পোর্টাল ওয়েবসাইট উন্মোচন করা হয়। দক্ষিন দিনাজপুর জেলা প্রশাসনিক ভবনে চাইল্ড লাইনের পাশাপাশি একটি নতুন কক্ষে প্রত্যয়ী কমান্ড সেন্টার ও হেল্প ডেস্ক উদ্ধবোধন হয়।
২৪ ঘন্টা খোলা থাকবে এই ওয়েব সাইট বলে জানানো হয় দক্ষিন দিনাজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে। দক্ষিন দিনাজপুর জেলার সমস্ত এলাকা থেকে এই পোর্টালের মাধ্যমে বাল্যবিবাহ রোধের খবর পেয়ে যাবে জেলা প্রশাসনের সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তারা বলে জানানো হয়। শুধুমাত্র ফোন নয় এবার থেকে অনলাইন পোর্টালের মাধ্যমে বাল্যবিবাহ রোধের তথ্য পৌঁছে যাবে সরকারের কাছে বলে জানানো হয়।
প্রসঙ্গত, বাল্য বিবাহ রোধ করতে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য সরকার। প্রত্যন্ত এলাকার ১৮ বছরের নিচে যে সমস্ত মেয়ে রয়েছে মূলত তাদের প্রবনতা বেশি থাকে বাল্য বিবাহের। সেই সমস্ত দিক নজরে রেখে ২০১৩ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী সহ একাধিক প্রকল্প চালু করে বাল্য বিবাহ রোধ করতে।
১৯৯৬ সালে সারা ভারতবর্ষ ব্যাপী চাইল্ড লাইন শুরু হয় শিশু সুরক্ষা কেন্দ্রীক কারণে। পরবর্তীতে বাল্যবিবাহ প্রতিরোধে অগ্রসর ভূমিকা পালন করে তারা। ১০৯৮ টোল ফ্রি নাম্বার চালু করার পাশাপাশি একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে ইতিমধ্যেই। পাশাপাশি এবারে রাজ্য সরকারের পক্ষ থেকে প্রত্যয়ী নামক একটি প্রকল্প চালু হয়।
দক্ষিন দিনাজপুর জেলা প্রশাসনিক ভবনের প্রত্যয়ী কমান্ড সেন্টার ও হেল্প ডেস্ক উদ্ধবোধন হয় বুধবার। এদিন ফলক উন্মোচন করে, ফিতে কেটে, প্রদীপ প্রজ্বলন করে দক্ষিন দিনাজপুর জেলার প্রত্যয়ী কমান্ড সেন্টার ও হেল্প ডেস্ক উদ্ধবোধন করেন দক্ষিন দিনাজপুর জেলা শাসক বিজিন কৃষ্ণা। উপস্থিত ছিলেন জেলা আরক্ষাধীক্ষক রাহুল দে সহ অন্যান্য আধিকারিক সহ বিভিন্ন স্কুলের কন্যাশ্রী ছাত্রীরা। কন্যাশ্রী ছাত্রীরা ফিতে কেটে এদিন এই প্রত্যয়ী কমান্ড সেন্টার ও হেল্প ডেস্ক কক্ষের শুভ উদ্ধবোধন করে।